বাংলাহান্ট ডেস্কঃ গত ২৬ মার্চ মাধ্যশিক্ষা পর্ষদের (Secondary Board) তরফে পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছিল। তাতে এবারের মাধ্যমিকের লিখিত পরীক্ষা শুরু হচ্ছে পয়লা জুন থেকে এবং তা শেষ হচ্ছে ১০ জুন। সেই মত ইতিমধ্যেই পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছে শিক্ষার্থী ও শিক্ষামহল। তবে অকস্মাৎ সামাজিক মাধ্যমে ঘুরতে থাকে এবারের মাধ্যমিক পরীক্ষার নয়া সূচি। যা দেখে রীতিমত বিভ্রান্ত হতে থাকে শিক্ষা মহল ও শিক্ষার্থীরা।
সোশ্যাল মিডিয়ায় যে নয়া সূচি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে বিগত কয়েকদিনে, তাতে দেখা যাচ্ছে এবারের মাধ্যমিক পরিক্ষা শুরু হচ্ছে আগস্ট মাসের ৩ তারিখ থেকে এবং তা শেষ হচ্ছে ১২ আগস্টে। যা দেখে ধন্দে পড়ে শিক্ষার্থীরা। রবিবার ও সোমবার এনিয়ে ব্যাপক আলোচনা চলে শিক্ষামহলে। মধ্যশিক্ষা পর্ষদের নামে এই নোটিফিকেশন পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ বাড়াতে থাকে। অবশেষে পর্ষদের তরফে পাল্টা বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে। পূর্বঘোষিত মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam) সূচি অপরিবর্তিত। অর্থাৎ পয়লা জুন থেকে শুরু হচ্ছে মাধ্যমিকের লিখিত পরীক্ষা, শেষ হবে ১০ জুন। কর্মশিক্ষা শেষ হবে ৮ জুলাই এবং শারীরশিক্ষা শেষ হবে ২৫ জুন।
তবে কে বা কারা এই ভুয়ো খবর (Fake News) সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে আর তাঁদের উদ্দেশ্যই বা কি ছিল, তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করতে সাইবার ক্রাইম বিভাগের দ্বারস্থ হওয়ার দাবি জানানো হয়েছে শিক্ষকদের একাধিক সংগঠন। আচমকা ভুয়ো মেসেজে চিন্তা বেড়েছিল পরীক্ষার্থীদের। তাই এহেন ভুয়ো খবরের পিছনে কোনও শক্তিশালী দুষ্টচক্র কাজ করছে বলে অভিমত শিক্ষকদের।
এ নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় (Kalyanmoy Ganguly) জানিয়েছেন ” বিভ্রান্তিমূলক খবর ছড়ানো হচ্ছে। আমাদের পরীক্ষার যে সূচি ছিল সেই সূচি অনুযায়ী এবারের মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে।”
একনজরে আরও একবার দেখুন এবারের মাধ্যমিকের সূচি—
১ জুন – প্রথম ভাষা
২ জুন – দ্বিতীয় ভাষা
৩ জুন – ভূগোল
৫ জুন – ইতিহাস
৭ জুন – অঙ্ক
৮ জুন – জীবন বিজ্ঞান
৯ জুন – ভৌত বিজ্ঞান
১০ জুন – ঐচ্ছিক বিষয়।