স্টার চিহ্নযুক্ত 500 টাকার নোট নিয়ে বড়সড় আপডেট RBI’র ! জানুন, বিস্তারিত

বাংলাহান্ট ডেস্ক : সম্প্রতি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে যে সকল ৫০০ টাকার নোটে স্টার চিহ্ন রয়েছে সেগুলি নাকি জাল। বিগত কয়েক বছরে মুদ্রা সংক্রান্ত বিষয়ে বেশ কিছু বড় সিদ্ধান্ত নিয়েছে আরবিআই। অতীতে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পর সম্প্রতি ২০০০ টাকার নোট বাতিল করা হয়েছে রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে।

এই আবহে বিভিন্ন ধরনের খবর সমাজ মাধ্যমে ভাইরাল হচ্ছে নিয়মিত। তাই নিয়মিত মুদ্রা সংক্রান্ত খবর সবাই রাখেন আজকাল। সম্প্রতি সমাজ মাধ্যমে একাধিক পোস্টে দাবি করা হচ্ছে যে সকল ৫০০ টাকার নোটে স্টার মার্ক রয়েছে সেগুলি নকল। এই খবর ছড়িয়ে পড়ার পর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে উঠে এল বড় আপডেট।

   

আরোও পড়ুন : মমতার ‘কথা’তেই ধর্না মঞ্চ ছাড়লেন অভিষেক! শেষ পর্যন্ত কী এমন বললেন রাজ্যপাল ?

স্টারমার্ক যুক্ত ৫০০ টাকার নোটের ব্যাপারে গত বৃহস্পতিবার আরবিআই বিবৃতি জারি করেছে। রিজার্ভ ব্যাংক স্পষ্ট ভাষায় জানিয়েছে অন্যান্য নোটের মতো স্টার মার্ক দেওয়া ৫০০ টাকার নোট বৈধ। রিজার্ভ ব্যাংকের পাশাপাশি এই বিষয়ে বিবৃতি দিয়েছে PIB ফ্যাক্ট চেক টিমও। তারপরেই আসল সত্যটি জানা যায়।

এক্স হ্যান্ডেলে PIB জানিয়েছে, “আপনার কাছে যে স্টারমার্ক যুক্ত নোটগুলি রয়েছে সেগুলি কি জাল? ভয় পাওয়ার কারণ নেই। এই ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২০১৬ সাল থেকে ৫০০ টাকার নোটে স্টার মার্ক দেওয়া শুরু করে।” RBI এর তথ্য অনুযায়ী, স্টার চিহ্নযুক্ত নোট ছাপানো হয় ভুল ক্রমিক সংখ্যার নোট বা কোনও কারণে একটি অব্যবহারযোগ্য নোট বদলে ফেলার জন্যেও।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর