“Factos” বিতর্কে দু ভাগে বিভক্ত ফুটবল বিশ্ব, রোনাল্ডো এবং মেসি ভক্তদের মধ্যে চলছে তীব্র বচসা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: দু দিন আগেই ফ্রান্স ফুটবল আয়োজিত সেরার শিরোপা ব্যালন ডি-অর জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এই নিয়ে মোট সাত বারের জন্য খেতাবটি জিতে নিয়েছেন প্যারিস সেন্ট জার্মেইনের তারকা ফরোয়ার্ড। কিন্তু তারপর থেকে যেন বিতর্ক আর থামতে চাইছে না। মেসির এই শিরোপা জয়কে কেন্দ্র করে যেন দু ভাগে বিভক্ত ফুটবল বিশ্ব। একদলের মতে যোগ্য হিসাবেই এই শিরোপা জিতেছেন মেসি। আবার অনেকের মতে বায়ার্ন মিউনিখ তারকা রবার্ট লেয়নডস্কি-কে বঞ্চিত করে খেতাব তুলে দেওয়া হয়েছে মেসির হাতে।

গত মরশুমে বার্সেলোনার হয়ে বেশ কিছু উল্লেখযোগ্য পারফরম্যান্স করেছেন মেসি। কিন্তু লা লিগায় তিন নম্বরে শেষ করেছিল বার্সেলোনা। লিগের বড় দল রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদের মতো দলগুলির বিরুদ্ধেও গোল পাননি তারকা ফুটবলার। চ্যাম্পিয়ন্স লিগেও শেষ ষোলো পর্ব থেকে পিএসজি-র কাছে হেরে ছিটকে গিয়েছিল বার্সেলোনা। মেসি হোম এবং অ্যাওয়ে ম্যাচ মিলিয়ে দুটি গোল করলেও মিস করেছিলেন একটি পেনাল্টি সহ একগাদা গোলের সুযোগ। তবে কোপা দেল রে ফাইনালে দুটি গোল করে বার্সেলোনা-কে ট্রফি জিতিয়েছিলেন। সেই সঙ্গে আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা ট্রফি জিতেছিলেন মেসি। যদিও ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে গোল পাননি তিনি। সব মিলিয়ে ভালো ফর্মে ছিলেন আর্জেন্টাইন তারকা। তবে পোল্যান্ডের তারকা স্ট্রাইকার রবার্ট লেয়নডস্কি গত দু বছর ধরে রয়েছেন মহাজাগতিক ফর্মে। গোলের পর গোল করে চলেছেন তিনি। গত মরশুমে জিতেছেন বুন্দেসলিগা, ক্লাব ওয়ার্ল্ড ক্লাবের মতো ট্রফি। জিতেছেন গোল্ডেন বুট। ভেঙেছেন গার্ড মুলারের বুন্দেসলিগায় এক মরশুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ড। তবে চোটের কারণে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিরুদ্ধে ফিক্সচারে খেলতে পারেননি তিনি, বায়ার্নও জিততে পারেনি সেই ম্যাচ দুটি। ইউরো ২০২১ এ লেয়নডস্কি নিজের সুনাম বজায় রেখে পারফর্ম করলেও পোল্যান্ড দলের মান খুব উঁচু মানের না হওয়ায় ছিটকে গিয়েছিলেন তিনি গ্রূপ স্টেজ থেকেই।

   

তবে মেসিকে সেরার শিরোপা দেওয়ার দিনই একটি নতুন শিরোপা ঘোষণা করে ফ্রান্স ফুটবল। সেই শিরোপাটি বর্ষসেরা স্ট্রাইকারের। সেই পুরস্কারটি রবার্টের হাতেই তুলে দেয় ফ্রান্স ফুটবল। সমালোচকদের মতে লেয়নডস্কি দুর্দান্ত পারফরম্যান্স করার পরও ব্যালন ডি অর পাচ্ছেন না, সেই অবিচার ঢাকতেই রাতারাতি নতুন একটি শিরোপার কথা ঘোষণা করে ফ্রান্স ফুটবল। অনেকে বলছেন সেরা স্ট্রাইকারের পুরস্কার যদি দেওয়া হয়, তবে সেরা মিডফিল্ডার কিংবা সেরা ডিফেন্ডারের পুরস্কার দেওয়া হয়নি কেন? তবে কি ফ্রান্স ফুটবল বুঝতে পেরেছে যে যোগ্য লোকের হাতে পুরস্কার উঠছে না, তাই রাতারাতি একটি নতুন পুরস্কার তৈরি করতে হলো তাদের।

Factos

বিতর্ক নতুন মোড় নেয় যখন ফ্রান্স ফুটবল সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দিদিয়ের দ্রোগবার সাথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অন্তর্বাস পড়া একটি ছবি বড় স্ক্রিনে দেখায়। এই ঘটনা খারাপ লাগে অনেকেরই। এখানে বলে রাখা ভালো রোনাল্ডো নিজে এই সেরার শিরোপায় দৌড়ে থাকা ৩০ জন ফুটবলারের মধ্যে স্থান পেয়েছেন ৬ নম্বরে। তারপর এই ছবি, ফলস্বরূপ রোনাল্ডোর একটি ফ্যান পেজ থেকে একটি বড় আর্টিকেল লেখা হয়, তাতে বলা হয় রোনাল্ডো গত মরশুমে একাধিক বড় দলের বিরুদ্ধে গোল করেছেন। ক্লাব ফুটবলে নাপোলি, বার্সেলোনা,ইন্টার মিলানের মতো দলের বিরুদ্ধে, দেশের হয়ে ফ্রান্স, জার্মানির মতো দলের বিরুদ্ধে। উল্টোদিকে মেসি গোটা বছরে পিএসজি বাদে একটি বড় দলের বিরূদ্ধেও গোল পাননি। তাও রোনাল্ডো স্থান পেয়েছেন ৬ নম্বরে। এই পুরস্কারের আদেও কোনও গুরুত্ব আছে কি? এত অবধি সব ঠিকই ছিল, কিন্তু রোনাল্ডো নিজে এই ফ্যান পেজের ইনস্টাগ্রাম পোস্ট টি লাইক করে লেখেন “Factos👀👍”। এই শব্দের অর্থ “ঘটনা”। অর্থাৎ রোনাল্ডো ফ্রান্স ফুটবলের এই সিদ্ধান্তকে মানতে পারেননি। রোনাল্ডো বরাবরই নিজের মনে যা আসে তা চেপে রাখতে পারেন না। তার ওপর এত বড় মঞ্চে তার অন্তর্বাস পড়া ছবি দেখানোর ব্যাপারটি সম্ভবত ভালভাবে নিতে পারেননি। তাই এই কমেন্ট করেছেন পোস্টে। কিন্তু পোস্টে যেহেতু মেসি-কে কিছুটা হলেও ছোট করে দেখানো হয়েছিল, তাই সেই পোস্টে রোনাল্ডোর কমেন্ট বিতর্কে উস্কে দিয়েছে আগুনের মতো। ফলে সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে “Factos” শব্দটি। চূড়ান্ত সমালোচনার মুখোমুখি হচ্ছেন রোনাল্ডো। বরাবরের মতো পারফরম্যান্স দিয়ে সমালোচকদের মুখ কি তিনি বন্ধ করতে পারবেন? উত্তর দেবে সময়।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর