বাংলা হান্ট ডেস্ক : শনিবার সকালে হঠাত্ উঠে যায় মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন, ঠিক সকাল আটটা বেজে দশ মিনিটের সময় রাজ্যপাল ভগত সিংহ কেশিয়াড়ির উপস্থিতিতে মহারাষ্ট্রের রাজভবনে আবারও মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ, একই সঙ্গে উপ মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন এক সময় এনসিপি র দাপুটে নেতা অজিত পাওয়ার।
শনিবার সকালে যেন একের পর এক নাটক মহান নাটকের পর্ব চলছে গোটা মহারাষ্ট্র জুড়ে। শুক্রবার রাতে এনসিপি কংগ্রেস এবং শিবসেনার বৈঠকের পর সেই এনসিপি নেতার হাত ধরেই দেবেন্দ্র ফড়নবিশ এলেন মহারাষ্ট্রের ক্ষমতায় অথচ সেই দেবেন্দ্র ফড়নবিশ পাঁচ বছর আগে টুইটারে একাধিকবার অজিত পাওয়ার কে বিঁধেছিলেন।
BJP will never, never, never have any alliance with NCP. Rumours are motivated. We exposed their corruption in assembly. Others were silent.
— Devendra Fadnavis (@Dev_Fadnavis) September 26, 2014
আর সেই এনসিপির অজিত পাওয়ারের হাত ধরেই আজকে ক্ষমতায় আসতে হয়েছে দেবেন্দ্র ফড়নবিশ তাই পাঁচ বছর আগে দেবেন্দ্রর সেই টুইট ঘিরে নয়া বিতর্ক শুরু হয়েছে। যদিও পাঁচ বছর বললে বেশি বলা হয় কারণ সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় সভা করে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ একাধিক জায়গায় অজিত পাওয়ার কে নিশানা করে নানান রকম কটাক্ষ মূলক কথা বার্তা বলেছেন।
অথচ রাজ্যের অচল অবস্থার সময় সেই অজিত পাওলির সঙ্গে হাত মেলাতে হয়েছে দেবেন্দ্রকে। নাটকীয় পট পরিবর্তনের সময় শিবসেনা এনসিপি কংগ্রেস সরকার যখন জোট বেঁধে সরকার গঠনের পথে পা বাড়াচ্ছে ঠিক তখনই অজিত পাওয়ারের সমর্থন নিয়ে সরকার গঠন করেছে বিজেপি যদিও অজিত এবং আট বিধায়ক বাঁধে কেউই বিজেপি কে সমর্থন করেননি।
কিন্তু তা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর পদে শপথ গ্রহণের পর এনসিপি কে ধন্যবাদ জানাতে ভোলেননি দেবেন্দ্র ফড়নবিশ। আর এতেই সকাল থেকে যেন একের পর এক নতুন নতুন বিতর্ক তৈরি হচ্ছে কারণ এনসিপি র মুখোশ খুলে দিতে তত্পর হয়েছিলেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ। তাই তো পাঁচ বছর আগে সোশ্যাল মিডিয়ায় দেবেন্দ্রর সেই টুইট এখন ঘোরা ফেরা করছে আর অনেকেই দেবেন্দ্র ফড়নবিশ কে তুলোধনা করে ছাড়ছেন।