নতুন অধিনায়ক বেছে নিলো RCB, বিরাটের উত্তরসূরি হলেন এই তারকা ক্রিকেটার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: অবশেষে ঘটলো প্রতীক্ষার অবসান। ঘোষণা হল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নতুন অধিনায়কের নাম। প্রাক্তন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ও চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলা তারকা ফ্যাফ দু প্লেসিস-কে নতুন অধিনায়ক করা হলো আরসিবি-র। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রাক্তন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। ফ্র্যাঞ্চাইজির সদ্য ঘোষিত অধিনায়কের জন্য একটি বিশেষ বার্তা রেখেছেন তিনি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসন্ন পঞ্চদশ তম মরশুমের জন্য অপেক্ষা আর মাত্র কয়েক দিনের। তার আগে শনিবার বেঙ্গালুরুতে আরসিবি আনবক্স অনুষ্ঠানে ফ্যাফ-কে নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সদ্য সবরকম ক্রিকেট থেকে অবসর নেওয়া এবি ডিভিলিয়ার্স। তিনি বলেছেন “আমার খুব ভালো বন্ধু ফ্যাফকে আগামী মরশুমের জন্য শুভেচ্ছা। ও এই কাজের জন্য উপযুক্ত ব্যক্তি।

দক্ষিণ আফ্রিকান এই তারকা গত মাসে মেগা নিলামের সময় ৭ কোটি টাকার বিডে আরসিবি শিবিরের অঙ্গ হয়েছিলেন, অভিজ্ঞ ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার দীনেশ কার্তিক এবং অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলের দলে থাকা সত্ত্বেও তাকে এই ভূমিকার জন্য বেছে নিয়েছে টিম ম্যানেজমেন্ট। রাহুল দ্রাবিড়, কেভিন পিটারসেন, অনিল কুম্বলে, ড্যানিয়েল ভেট্টোরি, বিরাট কোহলি এবং শেন ওয়াটসনের পরে তিনি এখন আইপিএলের ইতিহাসে এই বিখ্যাত ফ্র্যাঞ্চাইজির সপ্তম অধিনায়ক হবেন।

গত মরশুমে দলের হয়ে অনবদ্য পারফরম্যান্স চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন ফ‍্যাফ দু প্লেসিস। ১৬ ম্যাচে তিনি ৪৫ গড়ে ৬৩৩ রান করেছেন। তিনি গত টুর্নামেন্টে ৬টি হাফ সেঞ্চুরি করেন। তার সর্বোচ্চ স্কোর ছিল অপরাজিত ৯৫ রান। তিনি টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়েছিলেন।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর