বাংলাহান্ট ডেস্কঃ নবান্ন থেকে কড়া মুডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঠিক সময়ে কাজ না শেষ করতে পারলে, সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থাকে কালো তালিকাভুক্ত করার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি পূর্ত, জনস্বাস্থ্য কারিগরী, স্বাস্থ্য, পুর ও নগরোন্নয়ন-সহ একাধিক দফতরের কাজ সঠিক সময়ে শেষ না হওয়ায়, মুখ্যমন্ত্রী কিছুটা ক্ষুব্ধ রয়েছেন বলেও জানা গিয়েছে।
সম্প্রতি ঘূর্ণিঝড় ইয়াসের পর্যালোচনায় বৈঠকে দীঘার একটি ব্রিজ নির্মাণের দীর্ঘসূত্রিতার কারণে কিছুটা ক্ষিপ্ত হয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি চাইছেন, এবার থেকে সময়ের কাজ সম্যের মধ্যেই শেষ করতে হবে এবং তা শুরুও করতে হবে নিদির্ষ্ট সময়েই। নাহলে সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থাকে কালো তালিকাভুক্ত করার হুঁশিয়ারিও দিলেন।
ইতিমধ্যেই বেশকিছু এমন প্রকল্প নিয়ে সমস্যা দেখা দিয়েছে, যা সঠিক সময়ে শুরুই করা হয়নি। যেমন- পুরুলিয়ার জল প্রকল্প ২০১৭ সালে শুরু হবার কথা থাকলেও, ঠিকাদার সংস্থা তা আজ শুরু করতে পারেনি। আবার দেখা গিয়েছে, কাজ শেষ করার সময় বেঁধে দেওয়ার পর নির্ধারিত সময়ে শেষ হয়নি নির্দিষ্ট কাজ। যেমন- দক্ষিণ দিনাজপুরের তপন- গঙ্গারামপুর জল প্রকল্পের কাজ শেষ করার সময় শেষ হয়ে গেলেও, কাজ হয়েছে মাত্র ২৫ শতাংশ।
আবার এইসব বিভিন্ন সময়ে রাজ্যের দিকে তোগ দেগেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই এইসব বিষয়ে কেন্দ্র থেকে আসা আক্রমণ এবং বিরোধীদের কটাক্ষ- সব মিলিয়ে বেশ কিছুটা ক্ষিপ্ত হয়েছেন মুখ্যমন্ত্রী। এবার কড়া মুডে জানিয়ে দিলেন, সময়ের কাজ সময়ের মধ্যেই শেষ করতে হবে সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থাকে। নাহলে তাঁদের করা হবে কালো তালিকাভুক্ত।