বাংলাহান্ট ডেস্ক : কুণাল ঘোষের ছবি ও নাম ব্যবহার করে জালিয়াতির অভিযোগ উঠল। অভিযোগ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের নামে তৈরি করা হয়েছে ভুয়ো ফেসবুক প্রোফাইল। সেই ফেসবুক প্রোফাইল থেকে বিভিন্ন ব্যক্তির কাছে পাঠানো হচ্ছে ফ্রেন্ড রিকুয়েস্ট। আরো অভিযোগ, কুণাল ঘোষের নাম করে চাওয়া হচ্ছে টাকা। এই বিষয়টি নিয়ে কলকাতা পুলিশের দ্বারস্থ হলেন তৃণমূল মুখপাত্র কুণাল। উল্লেখ্য এর আগেও বহুবার এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন তিনি।
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ নারকেলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করে জানিয়েছেন, গতকাল রাতে এই বিষয়টি তার দৃষ্টিগোচর হয়। তার ছবি ও নাম ব্যবহার করে কেউ বা কারা ভুয়ো ফেসবুক প্রোফাইল তৈরি করেছে । পাশাপাশি তার অভিযোগ, বিভিন্ন মানুষকে সেই ভুয়ো ফেসবুক প্রোফাইল থেকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়ে চাওয়া হচ্ছে টাকা।
এই বিষয়টি নিয়ে সকলকে সতর্ক করে নিজের অরিজিনাল ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। তিনি লিখেছেন, “জরুরি। ফেসবুকে আমার নাম করে অনেকের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট যাচ্ছে। আমি কাউকে অনুরোধ পাঠাইনি। দয়া করে কেউ সাড়া দেবেন না। অন্য কেউ কিছু অপকর্ম চালাচ্ছে।”
এই জালিয়াতির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে অনুরোধ জানিয়েছেন কুণাল ঘোষ। তার বক্তব্য, অতীতেও এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছিলেন তিনি। পুলিশকে এই ব্যাপারে অভিযোগ জানালেও কোন সুরাহা হয়নি। তাই এবার যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশকে আবেদন জানিয়েছেন তিনি।