বেআইনি মহুল ও প্রায়১১ বোতল মদ সহ মারুতি গাড়ি বাজেয়াপ্ত বেলদা পুলিশের,গ্রেপ্তার ২

Published On:

বাংলা হান্টঃ পশ্চিম মেদিনীপুর :- গোপন সূত্রে খবর পেয়ে বেলদা পুলিশের অভিযানে বাজেয়াপ্ত হলো প্রায় ২১০কেজি মহুল এবং ১১ বোতল মদ।বাজেয়াপ্ত করা হয় পাচার কার্যে ব্যবহৃত মারুতি গাড়ি টিকেও।ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় দুইজন পাচারকারীকে।

পুলিশ সূত্রে জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে বেলদা থানার বাখরাবাদ ১৩ নং অঞ্চলের খালিনা থাকে দুই পাচারকারী সহ প্রায় পাঁচ বস্তা মহুল ও মদ উদ্ধার করা হয়।গ্রেপ্তার করা হয় শংকর দাস,ভবেশ জানা নামে দুই পাচারকারীকে।পরে তাদের দাঁতন আদালতর তোলা হবে বলে পুলিশ সুত্রে জানা গেছে।দিনের পর দিন এলাকা থেকে বাজেয়াপ্ত করা হচ্ছে মদ

এবং মাদক তৈরি সরঞ্জাম,তবে কি এলাকায় মাদক চক্র ও মাদক কারবারীদের আস্ফালন বৃদ্ধি পাচ্ছে এটাই এখন বড় প্রশ্নের।

X