একের পর এক ভুয়ো নিয়োগপত্র! সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে যা হচ্ছে… ফাঁস হতেই তোলপাড়!

বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক অতীতে একাধিক ঘটনায় প্রশ্নের মুখে এসে পড়েছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। আরজি কর কাণ্ড (RG Kar Case) থেকে স্যালাইন কাণ্ড (Saline Incident) নিয়ে হয়েছে বিতর্ক। এই আবহে রাজ্যের এক সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে (Government Medical College) ভুয়ো নিয়োগপত্রের কথা জানা গেল। ইতিমধ্যেই এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।

কোন সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে (Government Medical College) ভুয়ো নিয়োগপত্রের পর্দাফাঁস?

সম্প্রতি পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভুয়ো নিয়োগপত্রের কথা জানা গিয়েছে। রাজ্য স্বাস্থ্য দফতরের ভুয়ো লেটারহেড ব্যবহার করে, পুরুলিয়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের জাল সই এবং ভুয়ো স্ট্যাম্প দিয়ে ১৩ জন ব্যক্তির ভুয়ো নিয়োগপত্রের পর্দাফাঁস হয়েছে। রাতের সাথী প্রকল্পে ওই ব্যক্তিদের ভুয়ো নিয়োগপত্রের কথা জানা গিয়েছে।

হোয়্যাটসঅ্যাপের মাধ্যমে এই ভুয়ো নিয়োগপত্রের (Fake Appointment Letter) কথা প্রথমে জানতে পারেন সংশ্লিষ্ট সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের এমএসভিপি ডাঃ সুকমল বিষয়ী। এরপর সঙ্গে সঙ্গে এই বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশোক বিশ্বাসকে খবর দেন। এরপরেই তিনি ভুয়ো নিয়োগপত্রের বিষয়টি বুঝতে পারেন।

আরও পড়ুনঃ ‘এর নীচে তো আর নামা যায় না’! ফের বিস্ফোরক মদন মিত্র! এবার কাকে আক্রমণ TMC বিধায়কের?

জানা যাচ্ছে, এই চিঠিতে যে তারিখ দেওয়া রয়েছে, সেদিন শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। এদিকে চিঠিতে সেদিনের তারিখ থাকায় তিনি পরিষ্কার বুঝতে পারেন, সেই নিয়োগপত্র ভুয়ো। ইতিমধ্যেই এই ইস্যুতে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।

Purulia Medical College and Hospital

সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে (Government Medical College) এই ভুয়ো নিয়োগপত্রের ঘটনার সঙ্গে কারা জড়িত, এই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে এই ইস্যু নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙা এই প্রসঙ্গে বলেন, ভুয়ো ভোটার ধরার আগে স্বাস্থ্য দফতরের ভুয়ো লোকেদের আগে ধরা দরকার। আগামীদিনে এই ঘটনার তদন্তে কী উঠে আসে, সেটাই দেখার।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর