নাম পাল্টে দীপ্তি হয়ে সরকারি স্কুলে চাকরি, ২০ মাস লুকিয়ে থাকার পর অবশেষে ধৃত ভুয়ো শিক্ষিকা

বাংলাহান্ট ডেস্ক : মাফিয়াদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার বিষয়ে সোচ্চার যোগী সরকার এখন দুর্নীতিবাজদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নিচ্ছে। সর্বশেষ ঘটনায় পুলিশের হাতে ধরা পড়েছে এক ভুয়ো শিক্ষিকা পূজা। জানা গিয়েছে, তিনি প্রায় ২০ মাস ধরে পলাতক ছিলেন। শিক্ষা দফতরের আধিকারিকদের মতে, দপ্তরকে বিভ্রান্ত করে দীপ্তির নাম ও সার্টিফিকেটের মাধ্যমে সরকারি চাকরি পেয়েছিলেন এই পূজা।

প্রসঙ্গত উল্লেখ্য, ভুয়া শিক্ষিকা পূজার এই কীর্তি ২ বছর আগে সামনে আসে। এরপর ২০২০ সালে তার বিরুদ্ধে মামলা হয়। কাসগঞ্জের নুরপুর পরিষদ প্রাথমিক বিদ্যালয়ে জাল সার্টিফিকেটের ভিত্তিতে দীপ্তির চাকরি পায় পূজা। বিভাগীয় তদন্তে তার শিক্ষাগত শংসাপত্রগুলি জাল বলে প্রমাণিত হলে, সংশ্লিষ্ট বিভাগ অভিযুক্ত শিক্ষিকাকে বরখাস্ত করে ৯ অক্টোবর ২০২০ তারিখে তার বেতন বন্ধ করে দেয়।

সূত্রের খবর অনুযায়ী, শিক্ষা দফতরের আধিকারিক শ্রীকান্ত প্যাটেল ভুয়ো শিক্ষিকার বিরুদ্ধে কোতোয়ালিতে মামলা করেছিলেন। এরপর পুলিশ এফআইআর লেখার ২০ মাস পর পুলিশের হাতে পড়ল এই ভুয়া শিক্ষিকা পূজা। এখন তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

jpg 20221104 122125 0000

পুলিশ জানিয়েছে, ফিরোজাবাদের সালেমপুর কার্খার বাসিন্দা পূজা ২০ মাস ধরে পলাতক ছিল। তাকে গ্রেফতারের জন্য পুলিশ লাগাতার অভিযান চালাচ্ছিল। এদিকে পূজার একটি রেলস্টেশনে থাকার খবর পায় গঞ্জদুয়ারা থানার পুলিশ। সঙ্গে সঙ্গে একটি দল স্টেশনে পৌঁছে সেখান থেকে পূজাকে গ্রেপ্তার করে জেলে পাঠায়।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর