রাজ্য লটারি জাল টিকিটের বড়সড় চক্র ফাঁস করল পুলিশ, গ্রেফতার পাঁচ

বাংলা হান্ট ডেস্ক : রাজ্যে আবারও লটারি জাল টিকিটের বড়সড় পর্দা ফাঁস করল রাজ্য পুলিশ। উত্তরবঙ্গউত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জাল টিকিটের ব্যবসা ছড়িয়ে দিয়েছিল ওই পাঁচ ব্যক্তি, সোমবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জলপাইগুড়ি আসাম মোড় থেকে একজনকে গ্রেফতার করে এর পর তাকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজ পায় পুলিশ।thumb 2

জেরায় ধৃতরা জানিয়েছে, লটারির রেজাল্ট বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই টিকিট জাল করা হত তার পর একই নম্বরের একাধিক টিকিট বানিয়ে তা গ্যাং মেম্বারদের হাতে তুলে দেওয়া হতো আর এ ভাবেই জাল টিকিট বানিয়ে লক্ষ লক্ষ টাকা বাজার থেকে তুলেছিল তারা। প্রথমে জলপাইগুড়ির আসাম মোড় থেকে একজনকে গ্রেফতার করার পর তার কাছ থেকে জাল লটারির টিকিট বিক্রির নব্বই হাজার টাকা ধরে ফেলে পুলিশ।

এর পর বাকিদের গ্রেফতার করা হয়। তবে এই চক্রের মূল পাণ্ডা বর্ধমান জেলার শেখ শাহিদুল, তাঁকেও গ্রেফতার করেছে পুলিশ। তবে আর কোন কোন জায়গায় জাল নোটের প্রভাব বিস্তার করেছিল? তা জানার চেষ্টা করছে পুলিশ। সূত্রের খবর, ব্যবসা করার নাম করে বেশ কয়েক বছর ধরে এই ভাবে জাল টিকিট তৈরি করে টাকা তুলতে ওই ধৃতরা।

স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, লটারির টিকিট জিতে ছিলেন তিনি কিন্তু সেই টাকা ভাঙাতে গিয়ে দেখেন তাঁর নম্বরে অন্য কেউ টিকিট জমা দিয়ে তা কাটিয়ে গেছে, যদিও তিনি নয় এ ভাবে অনেকেই এই সমস্যার মুখে পড়েছিলেন। আর এ ভাবেই রমরমিয়ে ব্যবসা চালাচ্ছিল ধৃতরা।

সম্পর্কিত খবর