মন্ত্রী মনোজের অফিসে ব্যবসায়ীকে হুমকি, পুলিসের সামনেই চলল দাদাগিরি  

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ হাওড়ার কদমতলায় ঘটলো চাঞ্চল্যকর ঘটনা। হেনস্থা এড়াতে মুখ্যমন্ত্রীকে মেইল পর্যন্ত করতে হয় এক ব্যবসায়ীকে। শিবপুরের কামারডাঙ্গায় পারিবারিক জমিতে কারখানার মালিকানা নিয়ে বিবাদের জেরে হেনস্থা করার চেষ্টা করার চেষ্টা করা হয় এক ব্যবসায়ীকে। আর এই গোটা ঘটনাটি ঘটেছে ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির অফিসে।

ওই ব্যবসায়ীকে হেনস্থা করার জন্য একজন ব্যক্তিকে নকল মন্ত্রী সাজিয়ে উপস্থিত করা হয়েছিল। ন্যায্য দামের চেয়ে অনেক কম মূল্যে ওই মানস রায় নামের ব্যবসায়ীকে ওই কারখানার মালিকানা ছেড়ে দিতে হুমকি দেওয়া হয়। কিন্তু মানস রায় তাতে নাজি হয়নি। তিনি মুখ্যমন্ত্রীকে যে অভিযোগপত্র পাঠিয়েছেন তাতে তিনি উল্লেখ করেছেন যে গোটা ঘটনাটি নাকি ঘটেছে পুলিশের চোখের সামনে।

এই ঘটনায় অভিযোগের তীর এক তৃণমূল বিধায়কের দিকে। ওই ব্যবসায়ী এই প্রস্তাবে রাজি না হলে তার কারখানায় গিয়ে গেট সিল করে দেওয়া হয় বিধায়কের অনুগামীদের তরফ থেকে। এরপর মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানানোর জেরে পরের দিন পুলিশ গিয়ে ওই কারখানার সিল খুলে দেয়।

এই ঘটনার জন্য অবশ্য এখনো কোনও প্রতিক্রিয়া দেননি অভিযুক্ত তৃণমূল নেতা রবিন রায়। তবে এই হুমকির ঘটনাটি ঘটেছিল চলতি মাসের একদম শুরুর দিকে বলে জানা গিয়েছে। মাঝে কিছুদিন অপেক্ষা করার পর তারপর বিধায়কের অনুগামীরা ওই কারখানাটি সীল করে। এরপর রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়ের উদ্যোগে কারখানাটি ফের খোলা হয়।

তবে এই গোটা ব্যাপারটি ঘটার পর থেকে অত্যন্ত আতঙ্কের মধ্যে রয়েছে ওই ব্যবসায়ীর পরিবার। কারণ কারখানাটি সিল করা হয়েছিল তখন যখন তাকে লোকাল পুলিশ স্টেশনে ডেকে পাঠানো হয়েছিল। এরপর তাকে নাকি চাপ দিয়ে নিজের ফোন কিছু ঘন্টা বন্ধ করে রাখা হয় এবং সেই সময়ের মধ্যে ওই কারখানাটি বন্ধ করা হয়। আপাতত নিজের কারখানা খুলতে পারলেও এবং সাহায্যের আশ্বাস পেলেও স্বস্তি পাচ্ছেন না মানস বাবু।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর