ভুয়ো শিক্ষকের পর রাজ্যে এবার ভুয়ো TMC বিধায়ক! বাজেট পেশের দিনই শোরগোল বিধানসভায়

বাংলা হান্ট ডেস্কঃ আজ বুধবার ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট (Budget) পেশ করল রাজ্য সরকার (State Government)। রাজ্যের হয়ে বাজেট ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। একদিকে রাজ্যের দুয়ারে পঞ্চায়েত নির্বাচন, অন্যদিকে ভোট পূর্বে রাজ্যের শেষ বাজেট পেশ। সকল রাজ্যবাসীর চোখ ছিল এই বাজেটের দিকে। এদিন বিধানসভায় বাজেট পেশ অধিবেশনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করেন রাজ্যের মন্ত্রী ও বিধায়করা। তবে সেই বিধানসভাতেই ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা।

রাজ্যে ভুয়ো শিক্ষক, পুলিশের পর এবার হাজির হল, ভুয়ো বিধায়ক (Fake MLA)। বিধানসভার (West Bengal Assembly) দুটি গেট। দুটিতেই কড়া পাহারা, নিরাপত্তা। সেই নিরাপত্তা বেষ্টনী টপকে দিনদুপুরেই বিধানসভায় ঢুকে পড়লেন এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি। ডেপুটি মার্শাল ওই ব্যক্তিকে বাধা দিলে নিজেকে গজানন শর্মা পাশাপাশি তৃণমূল বিধায়ক বলে পরিচয় দেন ওই ব্যক্তি। সোজা ঢুকে পড়েন বিধানসভায়।

সূত্রের খবর, বিধানসভার গেটে থাকা নিরাপত্তারক্ষীদের ১৭১ শিবপুরের বিধায়ক বলে নিজের পরিচয় দেন তিনি। পাশাপাশি সেই ব্যক্তির কাছ থেকে দুটি চিঠি পাওয়া গিয়েছে। যার মধ্যে একটা চিঠি রাজ্যপালকে সম্বোধন করে লেখা। তবে কোনো সরকারি নথি তার থেকে পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে। রাজ্য বিধানসভা এক পুলিশ, নিরাপত্তা রক্ষী দিয়ে ঘেরাও, সর্বত্র কড়া পাহারা। তবে সেই নিরাপত্তাবেষ্টনী ভেদ করে কিভাবে তিনি ভুয়ো পরিচয় দিয়ে বিধানসভায় ঢুকলেন সেই নিয়েই প্রশ্ন দানা বাঁধছে।

প্রসঙ্গত, এদিন অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যের শেষে মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee) জানান, আর্থিকভাবে সীমিত ক্ষমতার মধ্যেই সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে যথার্থ চেষ্টা করেছে সরকার। পাশাপাশি এদিন নিজের কথায় তিনি কেন্দ্রীয় বঞ্চনার কথা তুলে ধরেন। তিনি বলেন, আর্থিক অসুবিধার মধ্যেও সরকারি কর্মচারীদের ষষ্ঠ বেতন কমিশন তৈরির কথা।

wb assembly

পাশাপাশি, সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের জন্য আরও ৩ শতাংশ মহার্ঘভাতার ঘোষণা করে রাজ্য। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন সরকারি কর্মীদের পাশাপাশি পেনশনভোগীরা মার্চ মাস থেকে অতিরিক্তি ৩ শতাংশ ডিএ-র সুবিধা পাবেন। পাশাপাশি বাজেট শেষে মমতা বন্দোপাধ্যায় বলেন, “অসুবিধা সত্ত্বে সরকারি কর্মীদের সাধ্যমতো ডিএ দেওয়া হয়েছে। সরকারি কর্মীরা বিদেশ ও বাইরে ঘুরতে যাওয়ার মতো অন্যান্য অনেক সুবিধাও পান… এই বাজেট কর্মসংস্থানমুখী। এই বাজেটে প্রচুর ছেলে মেয়ের আগামী দিনে চাকরি হবে। কর্মসংস্থান তৈরি করার আমাদের কাজ।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর