বাংলা হান্ট ডেস্ক : দেশজুড়ে যেখানে রাম মন্দির (Ram Mandir) উদ্বোধন নিয়ে উত্তেজনা তুঙ্গে। সারা দেশেই চলছে তোড়জোড়। তবে আমাদের দুই পড়শি দেশের মানুষজন বোধহয় এই নিয়ে বিশেষ খুশি নয়। পাকিস্তানে (Pakistan) তো রীতিমত ভুয়ো তথ্য প্রচার করা হচ্ছে বলে খবর। সোনা যাচ্ছে, ভারতীয়দের (India) অনুভূতিকে আঘাত করে এমন নানা ধরণের তথ্য ছড়াচ্ছে পাক মিডিয়া।
মিডিয়া সূত্রে খবর, বিভিন্ন সামাজিক মাধ্যমকে ব্যবহার করে এইসব ভুয়ো তথ্য ছড়াচ্ছে নাগরিকরা। ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে শুরু করে এক্স হ্যান্ডেল সব জায়গাতেই ফেক অ্যাকাউন্ট তৈরি করে এইসব ভুয়ো তথ্য ছড়াচ্ছে দুস্কৃতিরা। রাম মন্দিরের বিরোধিতা এবং বাবরি মসজিদের প্রতি সমর্থন জানিয়ে নানা ধরণের উস্কানিমূলক পোস্ট করা হচ্ছে বলে খবর।
প্রসঙ্গত উল্লেখ্য, এইসব বিষয়গুলিকে মাথায় রেখেই নিরাপত্তার উপর জোর দিচ্ছে নয়া দিল্লি। নিরাপত্তার উপর জোর দিয়েছে উত্তরপ্রদেশ সরকারও। এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, দিল্লি পুলিশের তরফ থেকে কড়া সতর্কবার্তা জারি করা হয়েছে। রেড অ্যালার্ট জারি করা হয়েছে গোটা এলাকায়।
আরও পড়ুন : লোকসভা ভোটের আগেই বড় খবর! রাজ্যের ৯৪ লক্ষ পরিবার পাবে ২ লক্ষ করে টাকা
একই সাথে নিরাপত্তা বাড়ানো হয়েছে গোটা ভারত-পাকিস্তান সীমান্ত সহ সমগ্র গোটা জম্মু কাশ্মীরে। একই সাথে সতর্ক করা হয়েছে স্থানীয় পুলিশকেও। এই প্রসঙ্গে এক ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘২২শে জানুয়ারী প্রজাতন্ত্র দিবস উদযাপনের আগে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। নিরাপত্তা ব্যবস্থাকে সতর্ক করা হয়েছে।’