বাংলা হান্ট নিউজ ডেস্ক: গত মঙ্গলবার এসএসকেএম হাসপাতাল নিয়ে একটি ভুয়ো তথ্য ছড়িয়ে পড়ে। সেই তথ্য অনুযায়ী একটি প্রতিবেদন বাংলা হান্টও উপস্থাপিত করেছিল যাতে দাবি করা হয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের “নিউজ উইক”-এর বিচারে বিশ্বের অন্যতম সেরা হাসপাতালের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে কলকাতার এসএসকেএম-কে। অনেক নেটিজেন তার মধ্যে দিয়ে নিজের রাজনৈতিক অভিসন্ধি চরিতার্থ করতে সেই ভুয়ো খবরটি ব্যবহার করে তৃণমূল কংগ্রেসের হয়ে রাজনৈতিক ক্যাম্পেনও চালায়। সেই ছবিও নীচে তুলে ধরা হলো।
ভুয়ো খবর: “আমেরিকান পত্রিকা নিউজ উইকের বিচারে বিশ্বের সেরা হাসপাতালের মধ্যে অন্যতম হল কলকাতার এসএসকেএম হাসপাতাল।”
আসল তথ্য: “মার্কিন পত্রিকাটি তাদের ২০২২ সালের সমীক্ষায় গোটা পৃথিবীর সেরা ২৫০টি হাসপাতাল চিহ্নিত করেছে যার মধ্যে কলকাতার কোনও হাসপাতালের নাম নেই। কিন্তু সেই পত্রিকার তরফেই ভারতের সেরা ৬৯টি হাসপাতালের একটি তালিকা প্রকাশ করা হয়েছে যার মধ্যে ৪৮ নম্বরে রয়েছে এসএসকেএম-এর নাম।”
ভারতের সেরা হাসপাতালের তালিকায় কলকাতা থেকে রয়েছে আরও দুটি হাসপাতালে নাম, যেগুলো হল- আমরি হাসপাতাল (৩৬) এবং রুবি জেনারেল হাসপাতাল (৪১)। মঙ্গলবারের প্রতিবেদনে এসএসকেএম কর্তৃপক্ষর তরফে বলা বিবৃতিটি এই অর্জনের জন্যই ছিল। অনিচ্ছাকৃত সেদিন প্রকাশিত হওয়া ভুল তথ্যের জন্য বাংলা হান্ট তার পাঠকদের কাছে ক্ষমাপ্রার্থী।