ভুল সংবাদ পরিবেশনের জের! ক্ষমা চাইতে বাধ্য হল কেরলের প্রাক্তন অর্থমন্ত্রীর সংস্থা মাত্রুভূমি দৈনিক

বাংলাহান্ট ডেস্ক : অবশেষে ক্ষমা চাইতে বাধ্য হল মাত্রুভূমি দৈনিক সংবাদমাধ্যম (Mathrubhumi Daily)। কেরলের লটারি বিক্রেতা সান্তিয়াগো মার্টিনের (Santiago Martin) বিরুদ্ধে ভুল সংবাদ পরিবেশন করার জেরেই সরকারি ভাবে ক্ষমা প্রার্থনা করতে হল মালয়ালম ভাষায় প্রকাশিত এই দৈনিক পত্রিকাটিকে। জানা গেছে, ২০১৯ সালে প্রকাশিত একটি খবরের জেরে এই ঘটনা।

সান্তিয়াগো মার্টিন হলেন কেরল সরকারের অনুমদিত একজন পেপার লটারির প্রচারক। তিনি নিজে লটারি বিক্রয় করেন বলেও জানা যাচ্ছে। ২০১৯ সালে কেরলের প্রাক্তন অর্থমন্ত্রী ডঃ টি.এম. থমাস আইজ্যাক (Dr. T.M. Thomas Isaac) নিউ দিল্লিতে সংবাদমাধ্যমের সামনে কিছু মন্তব্য করেন। যে মন্তব্যগুলি আদতে সান্তিয়াগো মার্টিনের বিরুদ্ধে ছিল। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন মালায়ালম দৈনিক সংবাদমাধ্যম প্রাক্তন অর্থমন্ত্রীর এই প্রেস বিবৃতিকে খবর আকারে প্রকাশ করে।

   
thomas
কেরলের প্রাক্তন অর্থমন্ত্রী ডঃ টি.এম. থমাস আইজ্যাক

মালায়ালম সংবাদপত্র মাত্রুভূমি ডেইলি সান্তিয়াগো মার্টিনের বিরুদ্ধে এই খবরটি প্রকাশ করে আজ থেকে ঠিক ৩ বছর আগে। অর্থাৎ ১৯ ডিসেম্বর ২০১৯ সালে মাত্রুভূমি ডেইলির প্রথম পাতাতেই প্রকাশ পায় খবরটি। এরপরই ফুঁসে ওঠেন সান্তিয়াগো মার্টিন। পরের দিনই গ্যাংটকের প্রথম শ্রেণীর বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে একটি ফৌজদারি মামলা দায়ের করেন। অভিযোগ পত্রে নিজের সম্মানহানির কথাও উল্লেখ করেন মার্টিন। এই মামলায় প্রধান অভিযুক্ত হিসাবে উঠে আসে কেরলের প্রাক্তন অর্থমন্ত্রী টি.এম থমাস আইজাকের নাম। থমাসের আরও একটি পরিচয় রয়েছে। ঘটনাচক্রে তিনি ছিলেন অভিযুক্ত মাত্রুভূমি দৈনিক সংবাদপত্রের ব্যবস্থাপনা সম্পাদক বা ম্যানেজিং এডিটর।

martin 2
সস্ত্রীক সান্তিয়াগো মার্টিন

গ্যাংটকের প্রথম শ্রেণীর আদালত থমাসের বিরুদ্ধে সমন জারি করে। আদালতের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সিকিম হাইকোর্টে আবেদন করে মাত্রুভূমি প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং কোম্পানি লিমিটেড। ২০২১ সালে সান্তিয়াগো মার্টিনের দায়ের করা অভিযোগকে বাতিল করার আবেদন জানায় মাত্রুভূমি। কিন্তু সিকিম হাইকোর্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদেশে হস্তক্ষেপ করতে আপত্তি জানায়। অবশেষে ২০২২ সালের সেপ্টেম্বর মাসে মামলার রায় দেয় উচ্চ আদালত। বহাল থাকে ফার্স্ট ক্লাস আদালতের রায়। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টে আবেদন করে মাত্রুভূমি প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং কোম্পানি লিমিটেড। কিন্তু এই মামলা চলাকালীনই ক্ষমা চায় মাত্রুভূমি। জানা যাচ্ছে তাঁরা একটি বিবৃতি প্রকাশ করে জানায়, ‘সান্তিয়াগো মার্টিনের বিরুদ্ধে অবমাননাকর সংবাদ পরিবেশন করায় আমরা আন্তরিক ভাবে অনুতপ্ত।’ এই বিবৃতি প্রকাশের পরই এই মামলার নিষ্পত্তি হবে বলে দাবি করছেন ওয়াকিবহাল মহল।

ad2
Avatar
Sudipto

সম্পর্কিত খবর