প্রার্থীর জয় ঘোষণা করে প্রথম সারির পত্রিকার নামে ভুয়ো লিফলেট ছড়ানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে দুই দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। আগামীকাল ৬ এপ্রিল রাজ্যের তিন জেলার ৩১টি আসনে নির্বাচন হতে চলেছে। আর এরই মধ্যে তৃতীয় দফার নির্বাচনের আগে হুগলির জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্র নিয়ে ভুয়ো লিফলেট বিলির অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। বাংলার প্রথম সারির পত্রিকার নাম নাম নিয়ে ওই লিফলেট বিলি করা হয়। লিফলেটে জাঙ্গিপাড়ার তৃণমূল প্রার্থী স্নেহাশিষ চক্রবর্তী এগিয়ে আছেন বলে দেখানো হয়েছে।

snehashish
স্নেহাশিষ চক্রবর্তী

একটি দোকান থেকে এই বিভ্রান্তিমূলক লিফলেট বিলি করার অভিযোগ তুলেছে বিজেপি। জানা গিয়েছে যে, বর্তমান পত্রিকা এবং আনন্দবাজার পত্রিকার মধ্যে এই বিভ্রান্তকর লিফলেট বিলি হয়েছে। ওই বিভ্রান্তমূলক লিফলেটে বলা হয়েছে যে, জাঙ্গিপাড়া কেন্দ্রে তৃণমূল প্রার্থী স্নেহাশিষ চক্রবর্তী এগিয়ে আছেন। নির্বাচনী বিধি ভঙ্গ করে ওই দোকানদারের বিরুদ্ধে এই লিফলেট বিলি করার অভিযোগ তুলেছে বিজেপি।

Complainant voters all votes arr going to bjp

অভিযুক্ত দোকানদার জানিয়েছেন যে, তৃণমূল প্রধান এবং উপপ্রধান এই লিফলেট গুলো বিলি করার নির্দেশ দিয়েছেন। রাজু চক্রবর্তী এবং কান্ত মুর্মু নামের দুই তৃণমূল নেতার নির্দেশে ওনারা এই কাজ করেছেন বলে স্বীকার করেছেন। বিজেপির তরফ থেকেই এই কাজের বিরুদ্ধে কমিশনে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। যদিও, সংশ্লিষ্ট দোকানদার তাঁদের ভুল স্বীকার করে নিয়েছেন।

জাঙ্গিপাড়া এলাকায় সিংহরায় এন্টারপ্রাইসের বিরুদ্ধে এই বিভ্রান্তকর লিফলেট বিলি করার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। প্রশ্ন উঠছে যে, ৬ এপ্রিল নির্বাচন হওয়ার ফলে ৪ এপ্রিল থেকে যেহেতু প্রচার অভিযান বন্ধ আছে, এরপরেও এমন বিভ্রান্তিকর লিফলেট কীভাবে বিলি হতে পারে?

তবে এটা প্রথম না, এর আগে পশ্চিম মেদিনীপুরে নির্বাচনের ঠিক আগের দিন এরকম চাঞ্চল্যকর লিফলেট বিলির অভিযোগ উঠেছিল। সেবার পশ্চিমবঙ্গ পুলিশের লোগো দিয়ে ওই লিফলেট গুলো বিলি করা হয়েছিল। সেখানেও দেখানো হয়েছিল যে, তৃণমূল প্রার্থী জয়ী হচ্ছেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর