জিতছে তৃণমূল! পুলিশের নামে লিফলেটে বিলি সম্ভাব্য ফলাফল! চাঞ্চল্য প্রশাসনিক মহলে

বাংলা হান্ট ডেস্কঃ আগামীকাল দ্বিতীয় দফার নির্বাচন হতে চলেছে রাজ্যের ৪ জেলার ৩০ আসনে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা জেলায় দ্বিতীয় দফার নির্বাচন হবে ১ এপ্রিল। আর দ্বিতীয় দফার নির্বাচনের আগে পুলিশের নাম নিয়ে ভুয়ো সম্ভাব্য ফলাফল প্রকাশ্যে আসার পর চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর, কেশপুর, নারায়ণগড় বিধানসভা এলাকায়।

Even if you lose your voter card, you can still vote

প্রাপ্ত খবর অনুযায়ী, মঙ্গলবার রাতে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় চাঞ্চল্যকর পোস্টার দেখতে পাওয়া যায়। ওই পোস্টারের উপরে পশ্চিমবঙ্গ পুলিশের লোগো ছিল। আর ওই পোস্টারে কে কোন আসনে এগিয়ে আছে, সেটাও লেখা রয়েছে। সবার নীচে লেখা নারায়ণগড়ে তৃণমূল কংগ্রেস ১ হাজার থেকে ২ হাজার ভোটে জিততে চলেছে। সকাল সকাল ওই পোস্টার নজরে আসার পর থেকেই গোটা এলেকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

Complainant voters all votes arr going to bjp

পোস্টারে যেহেতু পুলিশের লোগো ছিল, সেই কারণে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। যদিও বিষয়টি সামনে আসার পর পুলিশের পক্ষ থেকে পরিস্কার জানানো হয়েছে যে তাঁদের সঙ্গে ওই পোস্টারের কোনও যোগ নেই। তাঁদের দাবি, কেউ ইচ্ছাকৃত ভাবে পুলিশের নামে ওই ভুয়ো পোস্টার ছড়াচ্ছে। পুলিশ জানিয়েছে যে, তাঁরা ঘটনার তদন্ত করছে যারা জড়িত তাঁদের শাস্তি দেওয়া হবে।

poster 1

একুশের এই মহারণে জিতবে কে? কে হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী? শেষ হাসি কে হাসবে এই কথা ২ মে’র আগে কোনোভাবেই জানা সম্ভব না। তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে যে তাঁরা তৃতীয়বার ফের ক্ষমতায় আসবে। আরেকদিকে বিজেপিও দাবি করছে যে তাঁরা বাংলায় প্রথমবার ক্ষমতায় আসছে। বাদ যায়নি সংযুক্ত মোর্চাও, তাঁরা জয় নিয়ে আশাবাদী। কিন্তু ২ মে’র আগে পশ্চিম মেদিনীপুরে পুলিশের নামে সম্ভাব্য ফলাফলের পোস্টার ছড়িয়ে পড়ার এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে শুধু পুলিশের নামেই না। RSS এর নামেও একটি সম্ভাব্য ফলাফল ঘোষণা হয়ছে বলে জানা গিয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর