বাংলা হান্ট ডেস্কঃ অভিযুক্ত খোদ তৃণমূল নেতার ছেলে, তাই নক্কারজনক অপরাধ করেও ধরা পড়ছে না- এমনই অভিযোগ উঠেছিল। পুলিশ হয়েও মেয়ের জন্য সঠিক বিচারের ব্যবস্থা করতে পারছিল না অসহায় বাবা। অপরাধী শাসক দলের নেতার ছেলে বলেই সে পার পেয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠছিল। তবে অবশেষে সুবিচার পেলেন পুলিশ বাবা।কুকীর্তির কথা মিডিয়ায় ছড়িয়ে পড়ায় অবশেষে গ্রেফতার তৃণমূল কাউন্সিলরের ছেলে। পুলিশ সূত্রের খবর অনুযায়ী, বারাসাত থেকে তৃণমূল নেতার ছেলেকে ধরা হয়েছে।
ঘটনাটি ঘটেছিল হুগলির উত্তরপাড়া এলাকার। অভিযোগ, উত্তরপাড়ার বাসিন্দা পুলিশের ডিএসপি পদমর্যাদার আধিকারিকের মেয়ের অশ্লীল ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয় উত্তরপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কো-অর্ডিনেটরের ছেলে। ভুয়ো আইডি থেকে ফটোশপ করে অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই পুলিশ কর্তার কলেজ পড়ুয়া মেয়ের ফোন এবং হোয়াটস অ্যাপ নম্বরও ছড়িয়ে দেয় অভিযুক্ত।
পুলিশ কর্তার মেয়ে পড়াশুনায় মেধাবী এবং শহরের একটি নামী কলেজেও পড়াশুনা করে সে। এমনকি বিদেশেও তাঁর অনেক বন্ধু বান্ধব রয়েছে। প্রথম দিকে বিষয়টিকে হালকা ভাবে নিলেও, পরবর্তীতে তাঁর কাছে কুপ্রস্তাব দিয়ে নানারকম ফোন আসতে থাকে। ধীরে ধীরে হতাশাগ্রস্ত হয়ে পড়েন পুলিশ কর্তার মেয়ে।
এরপর গত মাসে বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানালেও, পদ্ধতি মেনে FIR নেওয়া হয়নি বলে অভিযোগ উঠছে। পুলিশ কর্তা অভিযোগ জানিয়েছেন, আইটি অ্যাক্ট তো দূর, গুরুতর অপরাধ লঘু করে দেখে জামিন যোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে।
অভিযুক্তকে সনাক্ত করার পরও তাঁকে গ্রেফতার করা হয়নি। উত্তরপাড়ায় তৃণমূল কাউন্সিলরের ছেলে হওয়ার কারণে অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ কোন পদক্ষেপ নিচ্ছে না বলেই অভিযোগ জানিয়েছেন মেয়ের অসহায় পুলিশ বাবা। এদিকে আবার থানায় অভিযোগ জানানোর কারণে, তাদেরকে হুমকি দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। তবে বিষয়টি মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তৎপর হয় পুলিশ। নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ থেকে দায় ঝাড়তে এবার তৃণমূল নেতার ওই ছেলেকে গ্রেফতার করা হয়েছে।