৩৮১ নয়, ভুয়ো নিয়োগের তালিকা আরও অনেক বড়! গ্রুপ-C দুর্নীতিতে চাঞ্চল্যকর তথ্য CBI-র হাতে

বাংলাহান্ট ডেস্ক: আদালতের নির্দেশ পাবার পরই জোরকদমে এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্ত করছে সিবিআই। এসএসসির নিয়োগ দুর্নীতি তদন্তে রাজ্যের একের পর এক মন্ত্রীর নাম জড়িয়েছে। প্রতিদিন তদন্তে উঠে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য। এবার সিবিআই তদন্তে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এসএসসির গ্রূপ সি-র নিয়োগকে কেন্দ্র করে। যেখানে জানা যাচ্ছে, বাগ কমিটির রিপোর্ট অনুযায়ী ৩৮১ নয়, এরচেয়েও অনেক বেশি হয়েছে ভুয়ো নিয়োগ। কিছু ক্ষেত্রে স্কুলকে ভুয়ো নিয়োগে বাধ্য করা হয়েছে।

জানা গিয়েছে, এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় অংশ না নিয়েই চাকরি পেয়েছে বহুজন। অর্থাৎ, চাকরির আবেদন না করেই চাকরি পেয়েছেন! কোনওরকম আবেদনই করেননি চাকরির জন্য। অথচ হাতে পেয়ে গিয়েছেন চাকরির সুপারিশপত্র। এমনই অভিযোগ এবার সিবিআইয়ের হাতে এল। এছাড়া অবৈধ চাকরি প্রাপকরা স্কুলে যোগ দিতে গেলে অনেক স্কুলেই বাধা দেন প্রধান শিক্ষক বা পরিচালন সমিতি। সেক্ষেত্রে রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্কুলকে বাধ্য করার মতো অভিযোগও সামনে এসেছে।

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বর্তমান শিক্ষাপ্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মতো একাধিক হেভিওয়েট নেতাদের নাম জড়িয়েছে। এদিকে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং বর্তমান শিক্ষাপ্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে একাধিকবার তলবও সেরে ফেলেছেন সিবিআই।

ইতিমধ্যেই হাইকোর্টের নির্দেশে বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ের এসএসসি দুর্নীতিতে নাম জড়িয়ে স্কুলের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তবে এবার স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিতে হাতে বিস্ফোরক তথ্যে ভরা একের পর এক হার্ড ডিস্ক। এসএসসি দফতর থেকে খুঁজে একাধিক হার্ড ডিস্ক বার করে এনেছেন সিবিআই আধিকারিকরা। জানা গিয়েছে, এসএসসি গ্রুপ সি-তে ৩৮১ জনেরও বেশি বিনা পরীক্ষায় নিয়োগ পেয়েছেন। সিবিআই-কে জমা করা রিপোর্টে জানিয়েছে মামলাকারীরা। আর এবার সেই তথ্য ধরেই তৎকালীন যারা দায়িত্বে ছিলেন, তাঁদেরকেও একে একে আগামীদিনে ডেকে পাঠাতে পারে সিবিআই।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর