বাংলা হান্ট ডেস্কঃ বলিউডের নামি অভিনেত্রী। সেই সানি লিওন (Sunny Leone) নাকি ছত্তিশগড়ের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ (Lakshmir Bhandar) প্রকল্পের সুবিধা নিচ্ছেন! প্রত্যেক মাসে তাঁর অ্যাকাউন্টে ঢুকছে ১০০০ টাকা। সম্প্রতি এই খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। খতিয়ে দেখার পর জানা যায়, বীরেন্দ্র জোশী নামের একজন ব্যক্তি ভুয়ো অ্যাকাউন্ট খুলে সরকারি প্রকল্পের (Government Scheme) সুবিধা নিচ্ছিলেন। এবার এই প্রেক্ষিতেই বড় নির্দেশ দেওয়া হল।
সানির নামে সরকারি প্রকল্পের (Government Scheme) সুবিধা নিচ্ছিলেন এক ব্যক্তি!
পশ্চিমবঙ্গ সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের ধাঁচে ছত্তিশগড়ের মহিলাদের জন্যেও একটি প্রকল্প চালু করেছে সেই রাজ্যের সরকার। সেই স্কিমের নাম রাখা হয়েছে, ‘মাতৃবন্দন যোজনা’। ছত্তিশগড় সরকারের এই প্রকল্পের মাধ্যমে ওই রাজ্যের বিবাহিত মহিলাদের মাসিক ১০০০ টাকা করে দেওয়া হয়। সম্প্রতি বস্তার অঞ্চলের তালুর গ্রামে এই স্কিমের উপভোক্তাদের নাম মেলাতে গিয়েই চোখে পড়ে সানি লিওনের নাম!
সরকারি প্রকল্পের (Government Scheme) সুবিধা নিচ্ছেন বলিউড অভিনেত্রী! জানা যাচ্ছে, ‘মাতৃবন্দন যোজনা’র উপভোক্তাদের নামের তালিকায় সানির নাম চোখে পড়তেই এই বিষয়ে প্রশাসনের উপরমহলে জানানো হয়। জেলাশাসক সংশ্লিষ্ট রাজ্যের নারী ও শিশু উন্নয়ন দফতরকে বিষয়টি খতিয়ে দেখার আবেদন করেন। সেই অনুযায়ী এই নিয়ে প্রশাসনিক স্তরেও তদন্ত শুরু হয়।
আরও পড়ুনঃ হাতে ৪ সপ্তাহ সময়! রাজ্যের স্বাস্থ্যসচিবকে কড়া ‘ডেডলাইন’ বেঁধে দিল কলকাতা হাইকোর্ট
বিষয়টি খতিয়ে দেখার পর জানা যায়, বীরেন্দ্র নামের একজন ব্যক্তি ভুয়ো নামে অ্যাকাউন্ট খুলে বেশ কয়েক মাস ধরে সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছিলেন। এরপর প্রশাসনের তরফ থেকে সম্পূর্ণ বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়। জানা যাচ্ছে, ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সেই সঙ্গেই ভুয়ো নামে খোলা ব্যাঙ্ক অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।
প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। সেই সঙ্গেই নাম যাচাইয়ের দায়িত্বে থাকা সরকারি কর্মীরাও শাস্তির মুখে পড়তে পারেন বলে খবর। এই বিষয়ে একজন সরকারি কর্মচারী জানান, সংবাদমাধ্যমের প্রতিবেদনে বিষয়টি দেখার পরেই তাঁরা জানতে পারেন। এরপর খতিয়ে দেখা শুরু হয়। এদিকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে সরকারি প্রকল্পের (Government Scheme) সুবিধা নেওয়ার এই খবর সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধী দল কংগ্রেস সুর চড়াতেই পাল্টা তোপ দেগেছে শাসক বিজেপি।