বাংলা হান্ট ডেস্কঃ মাধ্যমিক শেষ হতেই রাজ্য জুড়ে শুরু হয় উচ্চমাধ্যমিক (Higher Secondary) পরীক্ষা। প্রত্যেক বছরের মতো এবারও লক্ষাধিক পড়ুয়া পরীক্ষায় বসেছে। এই আবহে রাজ্য সরকার (Government of West Bengal) ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) মানহানি করতে ও পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে করা হয় একটি কাজ! সেই বিষয়ে জানা মাত্রই পুলিশে অভিযোগ জানায় সংসদ। এবার তার ভিত্তিতেই দু’জনকে গ্রেফতার করা হল।
উচ্চমাধ্যমিকের (Higher Secondary) প্রশ্নপত্র নিয়ে ভয়ঙ্কর কাজ!
জানা যাচ্ছে, গত ৭ মার্চ বিধাননগর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সেখানে এই নিয়ে অভিযোগ জানানো হয়। বলা হয়, সমাজমাধ্যমে পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করা ও মানহানির উদ্দেশে একটি ভিডিওর মাধ্যমে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। প্রথমে অনুভব মাইতি নামের এক যুবকের বিরুদ্ধে অভিযোগ করা হয়।
এবার সেই অভিযোগের ভিত্তিতেই বড়সড় সাফল্য পেল পুলিশ। জানা যাচ্ছে, এই ঘটনার সূত্রে পুরুলিয়ার রঘুনাথপুর নিবাসী শ্রীমন্ত গড়াইকে (১৯) গ্রেফতার করা হয়। দীর্ঘ জেরার পর সে নিজের দোষ স্বীকার করে ও সেই সঙ্গেই অপরাধ ঘটাতে প্রি-অ্যাক্টিভেটেড সিম সরবরাহকারী এক যুবকের সঙ্গে যুক্ত থাকার কথা জানায়।
আরও পড়ুনঃ ‘শুভেন্দুর গাড়ি রেজিনগর পেরোতে দেব না’! হুমায়ুনের হুঁশিয়ারির পাল্টা দিল BJP
সেই সূত্রে মুর্শিদাবাদের বেলডাঙা থেকে ২৫ বছর বয়সি আলফাজ শেখকে গ্রেফতার করা হয়। জানা যাচ্ছে, ওই যুবকের থেকে আড়াই হাজারের বেশি প্রি-অ্যাক্টিভেটেড সিম, ৯টি অ্যান্ড্রয়েড ফোন ও ৬৫টি কিপ্যাড মোবাইল ফোন উদ্ধার হয়েছে।
সমাজমাধ্যমে একটি ভিডিওর দ্বারা পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে ও রাজ্য সরকার এবং কাউন্সিলের মানহানির উদ্দেশে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। এই ঘটনার সূত্রে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের জানানো অভিযোগের ভিত্তিতে ওই দুই যুবককে গ্রেফতার করা হয়।
পুলিশি জেরায় জানা যায়, উচ্চমাধ্যমিকের (Higher Secondary) পাশাপাশি নানান পরীক্ষার ভুয়ো প্রশ্নপত্র তৈরি করত অভিযুক্তরা। এর নেপথ্যে একটি বড় চক্র রয়েছে বলে অনুমান করছে পুলিশ। এই বিষয়ে তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, এবার পদার্থবিদ্যার প্রশ্নপত্রের প্রত্যেকটি প্যাকেট অক্ষত ছিল, তা কোনও ভাবেই ফাঁস হয়নি (Higher Secondary)। গত ৭ মার্চ পরীক্ষা শুরু হওয়ার আগে অবধি কাস্টোডিয়ানদের অফিসে সুরক্ষিতভাবে সেগুলি রাখা ছিল এবং পরীক্ষাও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এই ঘটনার তদন্ত সূত্রেই পুলিশের হাতে গ্রেফতার হলেন দুই যুবক।