বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি বিশ্বকাপে (2023 ODI World Cup) পাকিস্তান ক্রিকেট দলের (Pakistan Cricket Team) ভয়ংকর সমালোচনা হয়েছে বারবার। হাতে থাকা ম্যাচ মাঠে ফেলে আসা, দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে লজ্জাজনক হার, অধিনায়ক বাবর আজমের (Babar Azam) নেতৃত্বের দোষ, ফাস্ট বোলারদের বিশ্রী পারফরম্যান্স, পাতে না দেওয়ার মতো স্পিনার দিয়ে দলগঠন, ইত্যাদি নানান কারণে সমালোচিত হয়েছে পাক ক্রিকেট দল।
কিন্তু ওপেনার ফখর জামান (Fakhar Zaman) দলে ফেরার পর থেকে যেন বদলে গিয়েছে এই দলের চেহারা। বাংলাদেশের বিরুদ্ধে দাপট দেখিয়ে জয়, আর আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪০২ রানের টার্গেট তাড়া করতে নেমে বিধ্বংসী শতরান। পাকিস্তান যে এতটা লড়াই দেবে সেটা হয়তো কেউ কল্পনাই করতে পারেননি। আর এখন শুধু লড়াই না, ম্যাচে বৃষ্টি বিঘ্ন ঘটানোর সময় তারা ডাকওয়ার্থ লুইস নিয়মে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদের যে পার স্কোর প্রয়োজন, তার থেকে অনেকটাই এগিয়ে রয়েছে পাকিস্তান। ১৫৩ বলে তারা ২০০ রান তুলেছে।
অর্থাৎ ম্যাচ যদি আর আরম্ভ না হয় তাহলে পাকিস্তান এই ম্যাচ জিতে নেবে। আর এমনিতে যদি খেলা দ্রুত আরম্ভ হয়ে যায় তাহলে ৯৩ বলে ১৪৩ রান তুলতে হবে তাদের। তাদের হাতে রয়েছে নয়টি উইকেট। এই টি-টোয়েন্টি জমানায় এই রান তাড়া করাটা কোনও অসম্ভব ব্যাপার নয়। অর্থাৎ ৪০১ রান স্কোরবোর্ডে তুলেও অসহায়ভাবে হার স্বীকার করতে হবে নিউজিল্যান্ডকে।
তবে আজকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিতলেই পাকিস্তানের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাচ্ছে না। ইডেন গার্ডেন্সে তাদের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পেতেই হবে। তারপর আশা করতে হবে অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড নিজেদের শেষ ম্যাচে পয়েন্ট নষ্ট করে। কিন্তু আশা জাগিয়ে রাখার জন্য যে কাজটা দরকার সেটা আজ অসাধারণ ভাবে করছেন দলের অধিনায়ক বাবর আজম এবং ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে ভারতের বিরুদ্ধে নায়ক হওয়া ফখর জামান।
আজ দীর্ঘদিন পরে শাহীন আফ্রিদি কোনও উইকেটও পাননি এবং নিজের নির্ধারিত দশ ওভারে ৯০ রান খরচ করেছেন। বাকি পাকিস্তান বোলারদের বেশির ভাগের অবস্থাও একই রকম। কিন্তু পুরো ম্যাচের রূপরেখা বদলে দিচ্ছেন ফখর। বৃষ্টি বিরতির সময় প্রতিবেদনটি লেখার মুহূর্তে ৮১ বল খেলে ৮ টি চার এবং ১১ টি ছক্কা সহ ১২৬ রান করে অপরাজিত রয়েছেন পাক ওপেনার। ৬৩ বলে ৬৬ রান করে ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা করতে চলেছেন বাবর। এখান থেকে যদি পাকিস্তান ম্যাচ বার করে দেয় তাহলে সেটা একটা ঐতিহাসিক ব্যাপার হবে বিশ্বকাপের মঞ্চে।