করমণ্ডলের পর ফলকনামা এক্সপ্রেস! ফের ভয়াবহ দুর্ঘটনা, আগুন লাগতেই ট্রেন থেকে লাফ যাত্রীদের

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ফের ভারতীয় রেলে (Indian Railways) ভয়াবহ দুর্ঘটনা। এবার খবরের শিরোনামে উঠে এল ফলকনামা এক্সপ্রেসের (Falaknuma Express) নাম। এই ট্রেনের বেশ কয়েকটি কামরা আগুনে ঝলসে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সারা দেশে। জানা গিয়েছে সেকেন্দ্রাবাদে ঢোকার কিছু সময় আগেই এসি কোচে আগুন ধরে যায়।

শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ সেই আগুন ছড়িয়ে পড়ে ট্রেনের বেশ কয়েকটি কামরাতেও। আগুনের কারণে S4, S5, S6 আর S7 কোচ পুরোপুরি পুড়ে গেছে। চলন্ত ট্রেনে আগুন লাগার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। বেশ কয়েকজন যাত্রী প্রাণ বাঁচাতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোন হতাহতের খবর নেই।

আগুন লাগার পরপরই যাত্রীদের অন্য ট্রেনে পাঠানো হচ্ছে। ট্রেনে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তদন্ত শুরু করেছে রেল। শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে। রেলের পক্ষ থেকে বলা হয়েছে, যাত্রীরা এখনও পর্যন্ত নিরাপদেই রয়েছে। দুর্ঘটনার ভিডিও সামনে এসেছে। এতে দেখা যায় ট্রেনের বগিগুলো আগুনে পুড়ছে।

পগিদিপল্লী-বোম্বাইপল্লী স্টেশনে ট্রেনটিকে দাঁড় করিয়ে সঙ্গে সঙ্গে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। রেলকর্মীরা জল নিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেছে। ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের ইঞ্জিনিয়াররাও। তবে দ্রুততার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন জেনারেল ম্যানেজার অরুণ কুমার জৈন।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X