বাঞ্জি জাম্পের সময় ছিঁড়ে গেল দড়ি! তারপর কী ঘটল

বাংলা হান্ট ডেস্ক: চোখের পলকে ঘটে গেল ঘটনা!কী ঘটল আর কীভাবেই ঘটল সে ঘটনা।পোল্যান্ডের ডিনিয়ার একটি থিম পার্কে বাঞ্জি জাম্প করতে গিয়ে এক ব্যক্তি প্রায় ৩৩০ ফুট উঁচু র্যাম্প থেকে লাফ দেন তিনি। সেই সময়েই ঘটে বিপত্তি। মাটি থেকে প্রায় ৩০-৪০ ফুট উঁচুতে থাকা অবস্থাতেই ছিঁড়ে গেল দড়ি।

পরবর্তীতে সোজা মাটির দিকে নেমে আসতে থাকেন ওই ব্যক্তি। নিচে এয়ার কুশন থাকায় প্রাণে বেঁচে যান ওই ব্যক্তি। কিন্তু তা সত্ত্বেও গুরুতর জখম হয়েছেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই ব্যক্তির শিড়দাঁড়ায় চোট লেগেছে বলে জানিয়েছেন চিকিত্সকরা। তবে, তাতে প্রাণহানির আশঙ্কা নেই বলেই জানা যায়।
ওই ব্যক্তিকে সোজা নিচে পড়তে দেখে আতঙ্কে চিত্কার করে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। পরবর্তী তে এমন ঘটনা যাতে না ঘটতে পারে তার জন্যই জোরালো হোক নজরদারি।

সম্পর্কিত খবর