কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতের অন্যতম বাঁহাতি সেরা ব্যাটসম্যান যুবরাজ সিং। এই যুবরাজ 2011 সালে ভারতের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। আর তারপর এইদিন যুবরাজ ভারতীয় টিম ম্যানেজমেন্টের উপর এক গুরুতর অভিযোগ আনলেন। যুবরাজ এইদিন বলেন যে বিভিন্ন মিথ্যা অজুহাত দেখিয়ে আমাকে ভারতীয় দল থেকে বাদ দিয়ে দিয়েছিল টিম ম্যানেজমেন্ট।
এক টিভি চ্যানেল কে দেওয়া সাক্ষাৎকারে যুবরাজ জানিয়েছেন টিম ম্যানেজমেন্ট ভেবেছিল আমার বয়স হয়ে গিয়েছে তাই আমাকে ছেটে ফেলার জন্য ইয়ো ইয়ো টেষ্ট দিতে বলা হয়েছিল। ওরা ভেবেছিল এই টেষ্টে আমি উত্তীর্ণ হতে পারবো না এবং সহজেই আমাকে ছেটে ফেলবে ওরা। অর্থাৎ এর থেকেই বোঝা যায় আমাকে বাদ দেওয়ার জন্য কার্যত উঠেপড়ে লেগেছিল ওরা তাই এই সমস্ত অজুহাত ব্যবহার করে ছিল।
ভালো পারফরম্যান্স করার পরও বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে বিশ্বকাপের মাঝামাঝি সময়েই ক্রিকেট কে বিদায় জানায় ভারতের ছক্কা কিং যুবরাজ সিং। তিনি এইদিন বলেন টিম ম্যানেজমেন্ট আমার উপর নানান চাপ সৃষ্টি করে আমাকে দ্রুত অবসরের দিকে ঠেলে দিয়েছিল। কিন্তু আমি দমে যায় নি বরং সমস্ত পরীক্ষায়
সেই সাথে এইদিন যুবি বলেন 2017 সালে চ্যাম্পিয়ন ট্রফির পরে আমি নয়টা ম্যাচ খেলেছি তারমধ্যে দুটিতে ম্যাচের সেরা হয়েছি। কিন্তু তারপরেও আমাকে বাদ দেওয়া হয়েছিল যেটা আমি ভাবতেও পারিনি। যুবি বলেন সেই সময় আমাকে দলে সুযোগ না দিয়ে টিম ম্যানেজমেন্টের তরফে ইয়ো ইয়ো টেষ্টের জন্য পাঠায়, সেখানে আমি পাশ করার পরেও ভারতীয় দলে সুযোগ না দিয়ে ঘরোয়া ক্রিকেট খেলতে বলা হয়। যুবি বলেন একজন সিনিয়র খেলোয়াড় হওয়ার সত্ত্বেও দলের কোন ব্যাপারে আমার সাথে আলোচনা করা হত না। বরং বারে বারে আমার সামনে নুতন নুতন চ্যালেঞ্জ খাড়া করে আমাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।