বাংলা হান্ট ডেস্ক: সাধারণত কোনো বিপদে পড়লে বা কোনো জরুরি প্রয়োজনে আমরা থানায় (Police Station) গিয়ে সহায়তা চাই। কিন্তু, সঠিক সাহায্য না পেয়ে কখনও থানা বিক্রির দাবির ঘটনা শুনেছেন? হ্যাঁ, শুনতে অদ্ভুত এবং অবিশ্বাস্য মনে হলেও ঠিক এইরকমই এক ঘটনা এবার ঘটেছে হরিয়াণার পানিপথে। পাশাপাশি, সেখানে একটি পরিবার অভিযোগ জানিয়েছে যে, তাঁরা পুলিশের কাছ থেকে ন্যায়বিচার পাননি। আর সেকারণেই ওই পরিবার এখন থানা বিক্রির দাবি জানিয়েছেন। এমনকি, প্ল্যাকার্ড হাতে নিয়ে রীতিমতো ধর্নায় বসে পড়েছেন তাঁরা।
সঠিক ব্যবস্থা না নেওয়ার অভিযোগ পরিবারের: জানা গিয়েছে এই নজিরবিহীন ঘটনাটি ঘটেছে ইসরানা থানায়। সেখানে কারাদ গ্রামের এক মহিলা তাঁর পরিবারের উপর হামলার ঘটনায় পুলিশের সঠিক ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ হয়েছিলেন। শুধু তাই নয়, ওই মহিলা অভিযোগ করেছেন যে, গ্রামেরই এক পরিবার তাঁর পরিবারের সদস্যদের মারধর ও মেরে ফেলার হুমকি দিয়েছে। এমতাবস্থায় পুলিশ এই ঘটনায় কোনোরকম পদক্ষেপ গ্রহণ করছে না বলে দাবি করেন তিনি।
গত শুক্রবার তিনি পুলিশের কাছে অভিযোগ জানাতে আসেন। কিন্তু, তারপরেও কোনোরকম ব্যবস্থা না নেওয়ায় গত শনিবার ওই মহিলা ক্ষিপ্ত হয়ে পরিবারের সঙ্গে থানার সামনে ধর্নায় বসে যান। যেখানে তাঁর পরিবারের সদস্যদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল “থানা ইসরানা বিকাউ হ্যায়”। এদিকে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, ওই পরিবার তাঁদের কাছে একটি কেরোসিন তেলের বোতল এবং টাকাও সাজিয়ে রেখেছিলেন। এমতাবস্থায়, তাঁদের কথা শোনা না হলে আত্মহত্যার হুমকিও দেন তাঁরা। শেষ পর্যন্ত, ইসরানা থানার ইনচার্জ দীপক কুমার ধর্নায় বসে থাকা পরিবারের সাথে কথা বলেন এবং বিষয়টির সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন।
জমি নিয়ে শুরু হয় বিবাদ: সংবাদমাধ্যমের খবর অনুযায়ী জানা গিয়েছে, কারাদ গ্রামে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছিল। এক পক্ষের অভিযোগ, অন্য পক্ষ তাঁদের মারধরের পাশাপাশি প্রাণনাশের হুমকিও দিয়েছে। এরপর থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ এই বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। এমতাবস্থায়, পুলিশ প্রশাসন যাতে বিষয়টির তদন্ত করে সেজন্য পরিবারটি এহেন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। জানা গিয়েছে, এই প্রতিবাদের পর থানায় মামলা দায়ের করতে সক্ষম হয়েছে ওই পরিবার। পাশাপাশি, পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও জানিয়েছে।