বাংলা হান্ট ডেস্ক : 2020 সাল মানবজাতির কাছে অভিশাপ ছাড়া কিছুই না।একের পর এক হতাশার খবর বারবার আমাদের কাছে এসে পৌছচ্ছে। বলিউডেরও এই সাল একেবারেই ভাল যাচ্ছে না।
বলিউডের একের পর এক নক্ষত্রের পতন ঘটেছে 2020 সালে। কেউ হৃদরোগে আক্রান্ত হয়ে, আবার কেউ করোনা থাবায় পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন।
বহুদিন বাদে করোনার আতঙ্ক কাটিয়ে ফের স্বাভাবিক ছন্দে ফিরতে যাচ্ছিল বলিউড। এর মধ্যেই ঘঠে গেল এক মারাত্মক ঘটনা। আজ বলিউডের বিখ্যাত অভিনেতা সুশান্ত সিং রাজপুত (sushant singh rajput ) মুম্বাইতে তার নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
তার আকস্মিক মৃত্যুর খবরে শোকস্তব্ধ গোটা বলিউড। শুধু বলিউডই নয়, এই সফল প্রবীণ অভিনেতার মৃত্যুর খবরে শোকাহত আট থেকে আশি সকলেই। যদিও মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। এই বিষয়ে তদন্ত চলছে। আরও আপডেট পেতে চোখ রাখুন বাংলা হান্টে।