‘তুমিও হেঁটে দেখো কলকাতা…,’ বিশ্বের সেরা ছুটির ডেস্টিনেশনের তালিকায় প্রথম পঁচিশে তিলোত্তমা

বাংলাহান্ট ডেস্ক : কলকাতা (Kolkata), এই নামটার সাথে জড়িয়ে রয়েছে প্রত্যেকটি বাঙালির হৃদস্পন্দন। সময়ের সাথে বদলেছে শহরের বাহ্যিক চিত্র, কিন্তু অন্তর থেকে আজও কলকাতা রয়েছে কলকাতাতেই। কলকাতা মানেই সাবেকিয়ানা, কলকাতা মানে নতুনের সাথে পুরনোর মেলবন্ধন। এই কলকাতাকে নিয়ে গড়ে উঠেছে অসংখ্য উপন্যাস, গান, চলচ্চিত্র। এ শহর রবীন্দ্র-নজরুলের শহর, এ শহর নেতাজি সুভাষ, সত্যজিৎ রায়ের শহর।

শহর কলকাতার (Kolkata) বৈচিত্র্য

অনেকেই একটা সময় কলকাতাকে মজা করে ‘মরুভূমির শহর’ বলে ডাকতেন। পুরনো গরিমা ধীরে ধীরে ফিকে হয়েছে ঠিকই, কিন্তু তবুও আজও বাঙালির মনের মণিকোঠায় প্রথম ভালবাসার নাম কলকাতা (Kolkata)। আমাদের শহর কলকাতাকে নিয়ে অভিযোগ বিস্তর। সামান্য বৃষ্টিতে হাঁটু জল থেকে শুরু করে চৌরাস্তার মোড়ে ট্রাফিক পুলিশের বেনিয়ম, তবুও হাজার অভিযোগের মধ্যেই প্রথম ভালবাসার মতো আমাদের সবার মনে বসন্তের প্রথম প্রেম হয়ে থেকে যায় কলকাতা।

   

আরোও পড়ুন : অপরিশোধিত তেলের দামে ফের বৃদ্ধি! এবার দেশে বাড়বে পেট্রোল-ডিজেলের মূল্য? জানুন লেটেস্ট আপডেট

শহর কলকাতা (Kolkata) সাক্ষী থেকেছে সাহেবদের পদচিহ্নের, এই শহর কলকাতা সাক্ষী থেকেছে নেতাজি সুভাষের মহা নিষ্ক্রমনের। অর্থনৈতিক, রাজনৈতিক, শিল্প, সাহিত্য- ভূ-ভারতের এসব কিছুরই যেন ভিত্তিপ্রস্তর রয়েছে শহর কলকাতায়। এই শহর কলকাতার মুকুটেই এবার যুক্ত হল নতুন একটি পালক। ছুটির ডেস্টিনেশনের তালিকায় বিশ্বের সেরা ২৫’এ কলকাতা। ভাবুন তো, যে শহরকে নিয়ে আমাদের এত অভিযোগ, সেই শহরই কিনা বিশ্বের অন্যতম সেরা ছুটির ডেস্টিনেশন!

আরোও পড়ুন : এইগুলিই ভারত সেরা বিদ্যালয়! প্রকাশ্যে এল IIRF র‍্যাঙ্কিং, কলকাতার কোন স্কুলের নাম উঠল কী?

বিদেশের বিখ্যাত ট্র্যাভেল ম্যাগাজিন ‘ট্র্যাভেল প্লাস লেসিওর’ মতে বিশ্বের সেরা ২৫ ভ্রমণবান্ধব (Holiday Destination) শহরের মধ্যে রয়েছে কলকাতা (Kolkata)। এই খবর শুনে উচ্ছ্বসিত পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন বলেছেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক স্বপ্ন রয়েছে কলকাতাকে নিয়ে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা কাজ করছি। শহর কলকাতা বিশ্বের দরবারে সমাদৃত হচ্ছে। এই স্বীকৃতি শহরের মুকুটে আরও একটা পালক যোগ করল।’

এই ম্যাগাজিনের সমীক্ষায় ভোট দিয়েছেন প্রায় ২ লক্ষের বেশি পাঠক। এই ভোটাভুটি হয়েছিল মূলত ছটি বিষয়ের উপর। সেগুলির মধ্যে রয়েছে-  ১, ল্যান্ডমার্ক। ২, সংস্কৃতি। ৩, খাবারদাবার। ৪, বন্ধুত্বপূর্ণ পরিবেশ। ৫, বাজার, ৬, দ্রব্যমূল্য। মেক্সিকোর সান মিগুয়েল দি অ্যালেন্ডে এই তালিকায় রয়েছে প্রথম স্থানে। দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের উদয়পুর। আর আমাদের শহর কলকাতা রয়েছে ১৯ তম স্থানে।

Kolkata

এক জনৈক প্রবীণ কলকাতাবাসীর কথায়, ‘ দ্বিজেন্দ্রলাল রায় লিখেছিলেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, ঠিক তেমনই আমাদের শহর কলকাতা। এ শহর হিন্দু-মুসলমান-খ্রীষ্টানের শহর। এই শহর গরিব ও বড়লোকের শহর। হাজার তুফান, সংঘর্ষ, অশান্তি নষ্ট করতে পারেনি কলকাতা শহরের গরিমা। উষা উত্থুপের গানের লাইন ধার করে তাই বলতে ইচ্ছা হচ্ছে, কলকাতা, কলকাতা, ডোন্ট ওয়রি কলকাতা, আমরা তোমারই কলকাতা…।’

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর