তেল মারলে ‘দাদাগিরি’তে সুযোগ? ইউটিউবার পর্বে উত্তরবঙ্গকে বঞ্চনার অভিযোগ ‘সিনেবাপ’ মৃন্ময়ের

বাংলাহান্ট ডেস্ক: শেষের মুখে দাঁড়িয়েও বিতর্কের সম্মুখীন সৌরভ গঙ্গোপাধ‍্যায়ের (Sourav Ganguly) ‘দাদাগিরি’ (Dadagiri)। জনপ্রিয় রিয়েলিটি শোয়ের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। বাংলার জনপ্রিয় ইউটিউবারদের (Youtuber) নিয়ে সাম্প্রতিক পর্বের পরেই দাদাগিরির প্রযোজকদের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ এনেছেন ইউটিউবার ‘সিনেবাপ’ মৃন্ময় দাস।

প্রাক্তন ‘মীরাক্কেল’ প্রতিযোগী তথা ইউটিউবার মৃন্ময়ের অভিযোগ, দাদাগিরি পক্ষপাতদুষ্ট। উত্তরবঙ্গ বেশিরভাগ রিয়েলিটি শোতেই বঞ্চিত। শুধুমাত্র দক্ষিণের ইউটিউবাররাই সুযোগ পান দাদাগিরির মতো রিয়েলিটি শো গুলিতে।

Dadagiri Unlimited Season 8
সম্প্রতি বাংলার ইউটিউবারদের নিয়ে একটি বিশেষ পর্ব হয়েছিল দাদাগিরিতে। এসেছিলেন বং গাই ওরফে কিরণ দত্ত, তালপাতার সেপাই, ঝিলম গুপ্ত, জিরো ওয়াট খ‍্যাত সৌম‍্য ও তাঁর মা, ‘প্রেতকথা’র গৌরব তপাদার, দূর্বা দের মতো ইউটিউবাররা। ওই পর্বটিকে কেন্দ্র করেই অভিযোগ তুলেছেন মৃন্ময়।

সোশ‍্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে ‘সিনেবাপ’ দাবি করেন, বাংলার বেশিরভাগ রিয়েলিটি শোগুলিতে উত্তরবঙ্গের কনটেন্ট ক্রিয়েটররা ব্রাত‍্য। এমনকি টলিউডেও দক্ষিণবঙ্গের ক্রিয়েটরদের আগে সুযোগ দেওয়া হয়।

নিজেকে সৌরভের অনুরাগী বলে দাবি করে মৃন্ময় বলেন, তাঁর দাদাগিরিতে যাওয়ার ইচ্ছা ছিল। কিন্তু ডাকা হয়নি। ডাকলে কি তিনি যেতেন না? বরং তিনি গেলে দাদাগিরির টিআরটি আরেকটু বাড়ত। মৃন্ময় বলেন, সবাই ভাববেন যে তিনি নিজের ঢাক নিজেই পেটাচ্ছেন। কিন্তু যখন অন‍্য কেউ পেটায় না তখন নিজেকেই পেটাতে হয়।

এমনকি দাদাগিরি বিতর্কে বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রির বিবাদের কথাও টেনে এনেছেন মৃন্ময়। গত এক বছর ধরে বলিউডের তুলনায় দক্ষিণী ছবির রমরমা। এর কারণ হিসাবে বলিউডের নেপোটিজমকে দায়ী করেছেন মৃন্ময়। বলিউডে যে পরিমাণ স্বজনপোষণ রয়েছে তা দক্ষিণে নেই বলে মত তাঁর।

মৃন্ময়ের ভিডিও বিতর্ক উসকে দিয়েছে। অনেকে তাঁর সঙ্গে সহমত প্রকাশ করেছেন। অনেকে আবার দাবি করেছেন, উত্তরবঙ্গ নিয়ে এত কথা হচ্ছে। কিন্তু দক্ষিণবঙ্গের মানুষ যে বঞ্চনার শিকার হয়না তার কি প্রমাণ রয়েছে? সিনেবাপের কটাক্ষের পালটা উত্তল দিয়েও ভিডিও ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়।

Niranjana Nag

সম্পর্কিত খবর