কোহলিকে প্রণাম করার “বিরাট শাস্তি”! এই তরুণের সাথে যা হল…..কাতর আর্জি মায়ের

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ক্রিকেটের অন্যতম জনপ্রিয় মেগা টুর্নামেন্ট IPL। যার প্রথম দিনে মুখোমুখি হয়েছিল KKR এবং RCB। আর ওই ম্যাচ চলাকালীন এমন একটি ঘটনা ঘটে যেটি চমকে দেয় ইডেন গার্ডেন্সে উপস্থিত প্রত্যেককেই। মূলত, খেলা চলাকালীন আচমকাই মাঠে ঢুকে পড়েন এক তরুণ। যিনি ছুটে পৌঁছে যান বিরাট কোহলির (Virat Kohli) কাছে।

বিরাটের (Virat Kohli) কাছে পৌঁছে যান অনুরাগী:

তারপরেই কোহলির পা ছুঁয়ে প্রণাম করতে দেখা যায় ওই তরুণকে। ঘটনার আকস্মিকতায় বিরাট (Virat Kohli) চমকে গেলেও পরে বিষয়টি অনুধাবন করতে পেরে ওই তরুণকে তিনি জড়িয়েও ধরেন। তারপরই নিরাপত্তা রক্ষীরা তরুণটিকে মাঠের বাইরে নিয়ে যান। তবে, ওই ঘটনার জেরেই রীতিমতো “বিপদে” পড়েছেন বিরাটের এই ভক্ত।

Fan reach out to Virat Kohli.

জানা গিয়েছে যে, গ্রেফতার করা হয় ঋতুপর্ণ পাখিরা নামের ওই তরুণকে। তবে, আদালতে যাওয়ার সময়েও ঋতুপর্ণ স্পষ্ট জানান বিরাট তাঁর কাছে ভগবানের মতো। শুধু তাই নয়, বিরাটের (Virat Kohli) জন্য তিনি সবকিছু করতে পারেন বলেও জানান।

আরও পড়ুন: আর নয় অপেক্ষা! ভারতে কবে আয়োজিত হবে অলিম্পিক? চলে এল বড় আপডেট

প্রসঙ্গত উল্লেখ্য, সুদূর বর্ধমান থেকে বিরাটের (Virat Kohli) খেলা দেখার জন্য ইডেনে পৌঁছেছিলেন ঋতুপর্ণ। আর খেলা দেখতে গিয়েই সরাসরি বিরাটের কাছে পৌঁছে যান তিনি। তারপরেই ক্রিমিনাল ট্রেসপাসিং সেকশনে ময়দান থানার পুলিশ ঋত্বিককে গ্রেফতার করে। এমতাবস্থায়, শনিবার গারদের ওপারেই রাত কাটাতে হয় তাঁকে।

আরও পড়ুন: পাওয়া যায় ভারতের অলিগলিতে! অথচ এই জিনিসই ঝড় তুলছে আমেরিকা-ইউরোপ-মধ্যপ্রাচ্যে, কি জানেন?

এদিকে, ছেলের এই কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে কাতর আর্জি জানিয়েছেন ঋতুপর্ণের মা। শুধু তাই নয়, বিরাট কোহলি (Virat Kohlil) যাতে তাঁর ছেলেকে ক্ষমা করে দেন সেই প্রার্থনাই করছেন তিনি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

)?$/gm,"$1")],{type:"text/javascript"}))}catch(e){d="data:text/javascript;base64,"+btoa(t.replace(/^(?:)?$/gm,"$1"))}return d}-->