চূড়ান্ত হওয়ার পথে চুক্তি! ভারতের কাছ থেকে কোন মারণাস্ত্র কিনতে চায় ফ্রান্স? চমকে দেবে বিশেষত্ব

বাংলাহান্ট ডেস্ক : প্রতিরক্ষা ক্ষেত্রে ক্রমেই উন্নতি করে চলেছে ভারত (India)। দেশের অস্ত্র সম্ভার, তাদের কার্যক্ষমতা অবাক করছে বিশ্বের বহু দেশকেই। কিছু দেশকে অস্ত্র বিক্রিও করে থাকে ভারত। এবার নয়াদিল্লির কাছ থেকে নতুন হাতিয়ার কেনার ইচ্ছা প্রকাশ করল ফ্রান্স। প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত (India) এবং ফ্রান্সের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মজবুত হওয়ার সঙ্গে সঙ্গেই ভারতের থেকে এই বিশেষ হাতিয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছে ফ্রান্স।

ভারতের (India) থেকে এই হাতিয়ার কিনতে চায় ফ্রান্স

জানা যাচ্ছে, ভারতের (India) ‘পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার কিনতে আগ্রহী ফ্রান্স। এ বিষয়ে প্রথম মন্তব্য করেন, ফরাসি সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার এক অফিসার। এক সাক্ষাৎকারে তিনি বলে, ফরাসি সেনাবাহিনীতে বড় সংখ্যায় মাল্টি ব্যারেল রকেট লঞ্চার এর প্রয়োজন রয়েছে। অন্য একাধিক দেশ এই এমবিআরএল বিক্রির জন্য আগ্রহ দেখিয়েছে ফ্রান্সকে। তবে ব্রিগেডিয়ার কজেনারেলের নজর ভারতের (India) পিনাকার দিকে। তাঁর কথায়, এটি যথেষ্ট উন্নত এবং ধ্বংসাত্মক। ফরাসি সেনাবাহিনীতে তাই পিনাকার এমবিআরএল যোগ করতে আগ্রহী তিনি।

Fance wants to buy this weapon from India

রাশিয়াকেও ব্যবহার করতে দেখা গিয়েছে: উল্লেখ্য, রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধে পুতিন সরকারকে যথেচ্ছ ভাবে এই মাল্টি ব্যারেল রকেট লঞ্চার ব্যবহার করতে দেখা গিয়েছে। আর তার ধ্বংসাত্মক ক্ষমতা দেখেই নড়েচড়ে বসেছে ফ্রান্স। চলতি বছরে প্রতিরক্ষা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠকে নয়া দিল্লিতে এসে এই অস্ত্র কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন ফরাসি সেনা আধিকারিক।

আরো পড়ুন : ক্রুশাল অতীত, অদ্রিজার জীবনে নতুন মানুষ! কার সঙ্গে ছুটি কাটাচ্ছেন বিদেশে?

বিশেষত্ব কী এই হাতিয়ারের: জানিয়ে রাখি, হিন্দু পুরাণ মতে, শিবের ধনুকের নাম পিনাক। সেখান থেকেই এই অস্ত্রের নাম পিনাকা। এই হাতিয়ারের নকশা তৈরি করেছে ভারতের (India) প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও। মূলত এই এমবিআরএল এর দুটি প্রজাতি রয়েছে। মার্ক ১ এর পাল্লা ৭৫ কিমি আর মার্ক ২ এর পাল্লা ৯০ কিমি। মাত্র ৪৪ সেকেন্ডে ১২ টি রকেট ছুঁড়তে পারে এমবিআরএল।

আরো পড়ুন : ৫৩-তে এসে ফের অন্তঃসত্ত্বা ঋতুপর্ণা? অভিনেত্রীর নাচের ভিডিওতে জোরালো জল্পনা

১৯৯৯ এর কার্গিল যুদ্ধে এমবিআরএল ব্যবহার করেছিল ভারত। শত্রু সেনা ঘাটি গুড়িয়ে দিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল এই হাতিয়ার। যেমনটা জানা যাচ্ছে, ইতিমধ্যে বেশ কিছু দেশ পিনাকা এমবিআরএল কেনায় আগ্রহ প্রকাশ করেছে। তবে এখনো কারোর সঙ্গেই চুক্তি চূড়ান্ত হয়নি। ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত হলে ভারত পাবে তিন ধরণের হাতিয়ার।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর