বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার পর অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হতে চলেছে এই বছরের আইপিএল। করোনার কারণে এই বছর আইপিএল অনেক দেরি করে শুরু করতে হচ্ছে। যেহেতু ভারতে এই মুহূর্তে করোনা সংক্রমণ উদ্বেগজনক পরিস্থিতি তাই এবার ভারতের বদলে সংযুক্ত আরব আমিরশাহীর মাটিতে হতে চলেছে আইপিএল।
করোনা ভাইরাস এর মধ্যেই এই বছর আইপিএল অনুষ্ঠিত হবে। বিসিসিআই মনে করছে করোনাকালে আইপিএল অনুষ্ঠিত হলেও আইপিএলে এবার যথেষ্ট সাফল্য লাভ করবে। আর এই সবের মধ্যেই এবার করোনা যোদ্ধাদের সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিল বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
এই মুহূর্তে সারা বিশ্বজুড়ে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে করোনা সংক্রমণ। আর এই করোনা সংক্রমণ থেকে সাধারণ মানুষকে বাঁচাতে ক্রমাগত প্রথম সারিতে থেকে লড়াই করছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ এবং আরও বহু শ্রেণীর মানুষ। তাদেরকে সম্মান জানাতে এবার এই উদ্যোগ নিল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। বিশ্বজুড়ে যে সমস্ত পেশার মানুষ করোনা ভাইরাসের বিরুদ্ধে সামনে থেকে লড়াই করছেন তাদের সম্মান জানাতেই এবার পুরো আইপিএল জুড়ে বিরাট কোহলিরা এক বিশেষ জার্সি পরে মাঠে নামবে। জার্সির পেছনে লেখা থাকবে “মাই কোভিড হিরোজ।” এই জার্সি পরেই আইপিএলের প্রত্যেকটি ম্যাচে মাঠে নামবেন বিরাট কোহলি, এবি ভিলিয়ার্সরা।
আগামী 21 শে সেপ্টেম্বর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের আইপিএল অভিযান শুরু করবে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। কোভিড যোদ্ধাদের সম্মান জানানোর মধ্যে দিয়ে এবারের আইপিএলকে স্মরণীয় করে রাখতে চাই বিরাট বাহিনী।