ফণীই শেষ ঝড় নয়, রাজ্যে ফের আসতে চলেছে বিধ্বংসী আর এক ঝড়

বাংলা হান্ট ডেস্ক :- সবে মাত্র মে মাসের শুরু হয়েছে তার মধ্যেই ভয়ংকর ‘ফণী’ তছনছ করে দিলো উড়িষ্যা৷ এখনও পর্যন্ত ‘ফণী’র প্রকোপ থেকে বেরিয়ে আসতে পারেনি উড়িষ্যা।

‘ফণী’ শেষ হতে না হতেই আবহাওয়া দপ্তর আবার আভাস দিলো নতুন এক ঝড়ের, এই ঘূর্ণি ঝড়ের নাম দেওয়া হয়েছে বায়ু! বাংলাদেশ ফণীর নাম দিয়েছিল৷ সংবাদ সূত্রে পাওয়া খবর অনুযায়ী,’ বায়ু’ ঝড় আছড়ে পড়তে চলেছে মাসের শেষে অর্থাৎ ২৬ মে নাগাদ৷

46c9a cyclone fani update cআবহাওয়া দপ্তরের খবল অনুযায়ী, ২৬ মে থেকে ৩ জুনের মধ্যে এই ঘূর্ণিঝড় ‘বায়ু’র কেন্দ্রবিন্দু হতে পারে বঙ্গোপসাগরে।

ad

সম্পর্কিত খবর