উত্তাল নদীতে খেয়া পারাপার ,খেয়া বন্ধের নির্দেশ কেন্দ্রীয় বাহিনী ,সেই ছবি সংগ্রহে সাংবাদিক কে বাঁধা

BanglaHunt ,সুন্দরবন ঃ ফণীর ফনা তুলে দ্রুত গতিতে এগিয়ে আসছে । আর তাঁর ছোবলের হাত থেকে বাদ যায়নি সুন্দরবন । ফণীর প্রভাবে মাতাল হয়েছে নদীর জল ।

ফেরিঘাট দিয়ে কেন্দ্র বাহিনী যাওয়ার সময় খেয়া মাঝিসহ খেয়া কর্তৃপক্ষকে খেয়া চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়। প্রাকৃতিক দুর্যোগ এর কারণে । তা সত্ত্বেও জীবনের ঝুকি নিয়ে নদী তে যাত্রী নিয়ে চলাচল করে নৌকা মাঝিরা ।

a95b9 746f525b ef24 4dcc bc46 653b588c3c0aসেই ছবি তুলতে বাধা দেওয়ার চেষ্টা করে

সম্পর্কিত খবর