Live Fani২০০কিলোমিটার বেশি হলে ভয়াবহ রুপ নেবে,মৃত-৬

বাংলা হান্ট ডেস্ক : কিছু সময়ের মধ্যেই আছড়ে পড়তে চলেছে শক্তিশালী ‘ফণী’ ঝড়। আশঙ্কা করা হচ্ছে এই ঝড়ের গতিবেগ থাকবে প্রায় ১৫১ কিলোমিটার প্রতি ঘন্টায়।

গোটা রাজ্যই এখন ফণীর ভীতি নিয়ে সময় গুনছে৷ ভয়ঙ্কর এই ঝড় ইতিমধ্যেই লন্ডভন্ড করে দিয়েছে পুরীকে৷ এখনও পাওয়া খবর অনুযায়ী ফণীর কবলে মৃতের সংখ্যা ৬৷ ইতিমধ্যেই প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়ে গিয়েছে রাজ্যেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা তে৷ মাঝরাতে ঝড়ের তীব্রতা হয়তো উচ্চ শিখরে পৌঁছবে এমনটাই জানালেন আবহবিদরা৷ ঝড়ের গতি আরও তীব্রতম হবে ভোররাতে৷

   

হাওয়া অফিস জানিয়েছে, রাজ্যে ফণীর প্রভাব ক্রমাগত থাকতে চলেছে আগামীকাল বিকেল পর্যন্ত৷ প্রসঙ্গত বৈঠকও হয়েছে নবান্নের তরফে৷ বৈঠকের পর কলকাতা পুরসভা ও সরকার যথেষ্ট রকম ‘ফণী’র জন্য ব্যবস্থা নেবে বলে ঠিক করেছে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন-”প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চলেছে পুরসভা এবং গাছ কাটার মেশিন আছে প্রতি বরোয়৷ প্রতিনিয়ত আমরা মাইকিং চালাচ্ছি পুরসভার তরফ থেকে৷

সংবাদ সূত্রে জানা গিয়েছে, ফাঁকা করার কাজ চলছে বিপজ্জনক বাড়ি থেকে৷ মেয়র জানিয়েছেন বিভিন্ন রকমভাবে থাকার ব্যবস্থা করা হয়েছে স্কুলগুলিতে৷ ৩ দিনের জন্য খাওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে রীতিমতো৷

29ca6 screenshot 2019 0503 212243 1 বিপজ্জনক ট্রান্সফরমা বন্ধ করার পর ফিরহাদ হাকিম জানিয়েছেন খোলা হয়েছে শহরে হোর্ডিং এর পর হোর্ডিং৷ এছাড়াও পাম্পিং স্টেশন গুলি চালু করা হয়েছে যথাক্রমে৷

সম্পর্কিত খবর