FANI LIVE এবার ফনী কলকাতা দিকে,আতঙ্কিত

বাংলা হান্ট ডেস্ক:কলকাতাসহ হাওড়া হুগলি বিভিন্ন জেলাতে ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গিয়েছে ফণীর প্রভাব। সকাল থেকে কলকাতা হুগলি,হাওড়া হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এর সাথে সাথে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। তাছাড়া বেশ কিছু জায়গায় ইন্টারনেট পরিষেবা কিন্তু স্লো হয়ে গিয়েছে।

আবহাওয়া দপ্তর থেকে বলা হচ্ছে এখন অব্দি কলকাতা হাওড়া,হুগলিতে বৃষ্টি হচ্ছে ঠিকই। ফণী এখনো এই সব জায়গাতে প্রবেশ করেনি।

   

223e4 screenshot 20190503 122637আবহাওয়া দপ্তর থেকে বলা হচ্ছে সম্ভবত আজ বিকেলের মধ্যে প্রবেশ করবে কলকাতা,হুগলি,হাওড়ায়।

সম্পর্কিত খবর