বাংলা হান্ট ডেস্ক : জগন্নাথের টানে ফণীর তান্ডব ভুলে পড়েছে রথের রশিতে টান। শুরু হয়েছে ৯ দিনের রথযাত্রা। বৃহস্পতিবার ফণীর স্মৃতি ভুলে লক্ষ লক্ষ ভক্তকে দু হাত বাড়িয়ে স্বাগত জানিয়েছে জগন্নাথধাম পুরী।
রথে চড়ে জগন্নাথ, বলরাম ও শুভদ্রাকে তাঁদের জন্মস্থান গুন্ডিচা মন্দিরের দিকে নিয়ে যাওয়া শুরু হয়েছে। পুরীর ডিস্ট্রিক্ট কালেকটর বলওয়ান্ত সিং জানিয়েছেন, ‘মেগা উত্সবের জন্য আমরা সব প্রস্তুতি নিয়েছি। সব নিরাপত্তার ব্যবস্থা যথাস্থানে রয়েছে। রথযাত্রায় নির্বিঘ্নে অংশ নিতে পারবেন ভক্তরা।’
রথযাত্রায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।ফণীর তান্ডবের দুমাসের মাথায় আবার সেজে উঠেছে পুরী।ভক্তের ঢল নেমেছে রাস্তায় প্রভুকে ঘিরে।