ফণীর তান্ডবে জলমগ্ন স্টেশন

 

সৌগত মন্ডল
রামপুরহাট-বীরভূম

ফণীর প্রভাবে রাজ্যে প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। গতকাল থেকে দিন-ভোর ঝড় ও বৃষ্টি হয়েচলেছে । উত্তরবঙ্গের জেলাগুলিতেও প্রভাব পড়েছে। আজ সকালে বীরভূমের আমোদপুর স্টেশন সংলগ্ন এলাকাগুলি জল মগ্ন। স্টেশন চত্বরে এক হাঁটু জল, যারফলে যাত্রীদের ট্রেন ধরতে খুব অসুবিধা হচ্ছে।

 

অবস্থা এখন খুব সূচনীয়। রেল কর্তৃপক্ষ জানাই, স্টেশন আাসার প্রধান রাস্তাটি একটু উঁচু এবং

986d1 img 20190504 wa0003

স্টেশন চত্বরটি অনেকটাই নিচু যার ফলে সব জল এসে স্টেশনে জমেছে।

সম্পর্কিত খবর