‘অদ্ভূত’ পোশাকে ধরা দিলেন মৌনি, নিরাশ অনুরাগীরা করলো আজব আজব মন্তব্য

বাংলাহান্ট ডেস্ক: কেরিয়ারের শুরু টেলিভিশন ধারাবাহিক দিয়ে। সেই সময়ে টেলিজগতে রীতিমতো দাপিয়ে বেড়িয়েছেন তিনি। তারপরেই সুযোগ বড়পর্দায়। আর এখন সেলুলয়েডেও বেশ জনপ্রিয় হয়ে গিয়েছেন। কথা হচ্ছে মৌনি রায়কে নিয়ে। কোচবিহারের এই বাঙালি কন্যে এখন গ্ল্যামার ওয়ার্ল্ডের পরিচিত নাম। কেরিয়ারের শুরু থেকে অনেকটাই পরিবর্তন হয়েছে তাঁর। নিজের সৌন্দর্য্যে কিছুটা বদল এনেছেন ও সঙ্গে অভিনয়ও আরও ক্ষুরধার হয়েছে।

Mouni Roy 2 1

মৌনিকে যারা চেনেন তারা খুব ভাল ভাবেই জানেন সোশ্যাল মিডিয়াতে কতটা সক্রিয় থাকেন তিনি। প্রায়দিনই ফটোশুট বা ভ্যাকেশনের ছবি শেয়ার করেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। সম্প্রতি আরও একটি নতুন ছবি শেয়ার করেছেন তিনি। মৌনির ফ্যাশন সেন্স নিয়ে কোনও দিনই সন্দেহ ছিল না নেটিজেনদের। দেশি হোক বা ওয়েস্টার্ন, সব পোশাকেই সমান সাবলীল তিনি। কিন্তু সম্প্রতি একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী যা দেখে খুব বেশ নিরাশ হয়েছেন তাঁর অনুরাগীরা।

https://www.instagram.com/p/B9ovDb7HA2G/?igshid=1vhpr1wejmzhw

মৌনিকে দেখা গেল একটি ডেনিম জাম্পসুটে। কিন্তু তাঁর পোশাকটি নেটিজেনদের তেমন মনে ধরেনি। পোশাকটির ফিটিংস ঠিকঠাক না হওয়ায় মানানসই দেখাচ্ছিল না অভিনেত্রীকে। উপরন্তু জাম্পসুটের সঙ্গে মিলিয়ে একটি কালো সানগ্লাসও পরেছিলেন তিনি যা একেবারেই মানানসই লাগছিল না। ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ছড়িয়ে পড়েছে রীতিমতো।

https://www.instagram.com/p/B9qIBC9Jw-w/

কিছুদিন আগেই একটি গাঢ় লাল রঙের শাড়িতে ক্যামেরার সামনে পোজ দিয়েছিলেন মৌনি। আর এবার ধূসর ওয়েস্টার্ন পোশাক। মৌনি বারে বারে প্রমাণ করে দিচ্ছেন যে প্রাচ্য ও পাশ্চাত্য দুরকম পোশাকেই তিনি একই রকম সাবলীল। অবশ্য মাঝে মাঝেই বিকিনি পরেও ছবি দিতে দেখা যায় অভিনেত্রীকে। প্রসঙ্গত, এই মুহূর্তে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন মৌনি রায়। আলিয়া ভাট, রণবীর কাপুর ও অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁকেও দেখা যাবে এই ছবিতে।

Niranjana Nag

সম্পর্কিত খবর