৫০ টাকা কাটা উচিত ওভার অ্যাকটিংয়ের! চাঙ্কিকে ফারাহ-র জবাব, ‘নিজের মেয়েকে সামলা আগে’

বাংলাহান্ট ডেস্ক: অনন‍্যা পাণ্ডে (Ananya Pandey), বলিউডের জনপ্রিয়তম স্টারকিড। চাঙ্কি পাণ্ডের (Chunky Pandey) কন‍্যা বছর কয়েক আগেই পা রেখেছেন অভিনয়ে। পরপর কয়েকটি ছবিতে অভিনয়ও করে ফেলেছেন। যদিও তেমন সাফল‍্যের মুখ দেখতে পারেনি কোনোটাই। তিনি কেমন অভিনয় করেন না করেন, তা নিয়ে আলোচনায় আর নাই বা গেলাম। তবে পরিচালক ফারাহ খান (Farah Khan) চাঙ্কিকে পরামর্শ দিয়েছেন, এবার মেয়ের অভিনয়ের দিকে একটু নজর দিতে।

সম্প্রতি সোশ‍্যাল মিডিয়ায় একটি মজার ভিডিও শেয়ার করেছিলেন অনন‍্যা। মেকআপ রুমে বসে সাজতে ব‍্যস্ত তিনি। তখনি ফারাহ ঘরে ঢুকে উত্তেজিত হয়ে বলেন, ‘খালি পিলি’ ছবির জন‍্য জাতীয় পুরস্কার জিতেছেন অনন‍্যা! শুনেই তো লম্ফঝম্প শুরু চাঙ্কি তনয়ার। আর তখনি বোম ফেলার মতো ফারাহর ঘোষনা, তিনি তো শুধু মজা করছিলেন!

chunky panday ananya panday
ভিডিওটি শেয়ার করে অনন‍্যা লিখেছেন, ‘৫০ টাকা কাট ওভার অ্যাকটিং এর জন‍্য। ফারাহর সঙ্গে সবসময় মজার সময় কাটে।’ তবে ভিডিওর থেকেও বেশি মজার কমেন্ট সেকশন। মেয়ের হয়ে কথা বলতে গিয়ে চাঙ্কি লেখেন, ‘ফারাহ এই ভিডিওতে ওভার অ্যাকটিংয়ের জন‍্য তোমার পাওয়া উচিত পুরস্কারটা’।

কিন্তু মেয়েকে সমর্থন করতে গিয়ে কার্যত নিজের পায়ে নিজেই কুড়ুল মেরে বসেন ‘আখরি পাস্তা’। সঙ্গে সঙ্গে পালটা আক্রমণ ফারাহর, “আগে নিজের মেয়েকে সামলা!” নেটিজেনরা হেসে গড়াগড়ি খাচ্ছেন বাবা মেয়ের পরিস্থিতি দেখে।

https://www.instagram.com/reel/CdYAuDXD2as/?igshid=YmMyMTA2M2Y=

প্রসঙ্গত, ২০১৯ এ করন জোহরের ‘স্টুডেন্ট অফ দ‍্য ইয়ার ২’ ছবি দিয়ে অভিষেক করেন অনন‍্যা। তারপর খালি পিলি, পতি পত্নি অউর ও, গহরাইয়ার মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। কিন্তু কোনো ছবিই বক্স অফিসে তেমন ব‍্যবসা করতে পারেনি। আগামীতে লাইগার এবং খো গয়ে হাম কাঁহা ছবিতে দেখা যাবে অনন‍্যাকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর