বাংলাহান্ট ডেস্ক: সারা বিশ্বে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে মারাত্মক করোনা ভাইরাস। একের পর এক দেশ গ্রাসে চলে যাচ্ছে এই ভয়ংকর ভাইরাসের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেল্থ অরগানাইজেশন ইতিমধ্যেই ‘মহামারি’ ঘোষনা করেছে এই বিপর্যয়কে। চিন, ইতালি, ইরান পেরিয়ে ভারতেও হানা দিয়েছে প্রাণঘাতী করোনা। আর তার ভয়াবহতা থেকে বাঁচতে আঁটঘাট বেঁধে তৈরি কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলি।
ইতিমধ্যেই লকডাউন ঘোষনা হয়ে গিয়েছে বেশ কিছু রাজ্যে। বাইরে বেরোনোয় কঠোর নিষেধাজ্ঞা জারি হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী ঘোষনা করেছেন আগামী ১৪ এপ্রিল পর্যন্ত পুরো দেশেই মানা হবে লকডাউন। এই অবস্থায় সকলেই রয়েছেন গৃহবন্দি। ব্যতিক্রম নন তারকারাও। বলিউড থেকে টলিউড সব তারকারাই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। বাড়িতে থেকেই নানা কার্যকলাপের ছবি, ভিডিও শেয়ার করছেন তাঁরা।
কেউ ছবি আঁকছেন, কেউ রান্না করছেন, বাসন মাজছেন। বহু তারকাকেই দেখা গেল জিম করার ভিডিও শেয়ার করতে। করোনার জন্য বাইরে বেরোনো বন্ধ হয়ে গিয়েছে তাই ঘরের মধ্যেই জিম খুলে বসেছেন তাঁরা। আর সেই শরীরচর্চার ভিডিও অনুরাগীদের জন্য শেয়ার করছেন তাঁরা। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন পরিচালক ফারাহ খান। তাঁর সাফ কথা, জিমের ভিডিও শেয়ার করা বন্ধ না করলে তিনি তাঁদের আনফলো করতে বাধ্য হবেন।
https://www.instagram.com/p/B-L4im6A5bh/?igshid=4rgm4q25g5ut
সম্প্রতি একটি ভিডিওবার্তায় ফারাহ বলেন, ‘জনস্বার্থে এই ভিডিও করছি আমি। তারকাদের কাছে একান্ত অনুরোধ দয়া করে জিমের ভিডিও শেয়ার করবেন না এই পরিস্থিতিতে। আপনারা ভাগ্যবান তাই কিছু নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। কিন্তু এমন বহু মানুষ আছেন যারা প্রতিনিয়ত নানা চিন্তা করছেন। এরপরেও যদি ভিডিও শেয়ার করা বন্ধ না করেন তাহলে আমি আপনাদের আনফলো করতে বাধ্য হবো।’ রীতিমতো ভাইরাল হয়েছে এই ভিডিও। বহু মানুষ সমর্থন করেছেন ফারাহকে।