বাংলাহান্ট ডেস্ক: ইচ্ছেমতো দুর্ব্যবহার করেছেন বলিউড অভিনেত্রীদের সঙ্গে। তাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছেন। এখন পদে পদে মূল্য চোকাচ্ছেন পরিচালক সাজিদ খান (Sajid Khan)। নিজের কৃতকর্মের জন্য ইন্ডাস্ট্রিতে কাজ অনেকদিন আগেই হারিয়েছেন তিনি। এবার বিগ বস ১৬ তে প্রতিযোগী রূপে এসে আরো নিন্দেমন্দ শুনছেন সাজিদ খান। বিষয়টা নিয়ে মুখ খুলেছেন তাঁর বোন ফারাহ খানও।
মিটু বিদ্রোহের সময়ে ইন্ডাস্ট্রির একাধিক অভিনেত্রীরা যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন সাজিদের। শার্লিন চোপড়া, আহানা কুমরা থেকে সালোনি চোপড়া সহ অনেকেই আঙুল তুলেছিলেন পরিচালকের বিরুদ্ধে। সে সময়ে এ বিষয়ে মুখ খুলেছিলেন ফারাহ, যিনি নিজেও একজন পরিচালক তথা কোরিওগ্রাফার।
তবে নিজের ভাই না, নির্যাতিতা অভিনেত্রীদের হয়েই সরব হয়েছিলেন ফারাহ। ২০১৮ সালে একটি টুইটে তিনি লিখেছিলেন, ‘এটা আমার পরিবারের জন্য হৃদয়বিদারক একটা সময়। কিছু অত্যন্ত কঠিন বিষয়ের সঙ্গে আমাদের মোকাবিলা করতে হচ্ছে। যদি আমার ভাই এমন ব্যবহার করে থাকে তাহলে তাকে অনেক প্রায়শ্চিত্ত করতে হবে। আমি কোনো ভাবেই ওর এসব কাজগুলোকে সমর্থন করি না আর যে মহিলারাই নির্যাতিত হয়েছেন তাদের পাশে দাঁড়াব।’
ফারাহর টুইট অবশ্য তাঁর পক্ষে খুব একটা লাভজনক হয়নি। নেটিজেনরা পালটা অভিযোগ করেন, নিজের পরিবারে এমন একটা দুশ্চরিত্র বেড়ে উঠছে সেটা কি কখনোই বুঝতে পারেননি ফারাহ? এটাও বিশ্বাস করতে হবে? আরেকজন প্রশ্ন করেছেন, এতদিন ধরে যখন এতজন মহিলা যৌন হেনস্থার অভিযোগ তুলছিলেন তাঁর ভাইয়ের বিরুদ্ধে তখন কি কানে তুলো গুঁজে বসেছিলেন ফারাহ?
https://twitter.com/TheFarahKhan/status/1050695932017295360?t=Ss88Ts6zsvoylM8bC9xBog&s=19
প্রসঙ্গত, ২০১৮ সালে ইন্ডাস্ট্রির ৯ জন অভিনেত্রী সাজিদ খানের বিরুদ্ধে ‘মিটু’ অভিযোগ এনেছিলেন। তাঁরা প্রত্যেকেই পরিচালকের সঙ্গে কোনো না কোনো প্রোজেক্টে কাজ করেছিলেন আর প্রত্যেককেই যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। তুমুল বিতর্কের মুখে পড়ে হাউজফুল ৪ ছবির পরিচালকের পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছিলেন সাজিদ।