কমল AC ট্রেনের ভাড়া, এখন আরও সস্তায় ভ্রমণ! বড় ঘোষণা রেলের

বাংলাহান্ট ডেস্ক : যারা নিয়মিত ট্রেনে (Train) যাতায়াত করেন তাদের জন্য একটি বড় সুখবর উঠে আসছে। জানা যাচ্ছে এখন অপেক্ষাকৃত কম খরচায় যাত্রীরা AC 3-Tier ইকোনমি ক্লাসের টিকিট কাটতে পারবেন। ভারতীয় রেল তাদের পুরনো রেটে AC 3-Tier ইকোনমি ক্লাসের ভাড়া নিয়ে গেছে। AC 3-Tier ইকোনমি ক্লাসের ভাড়া গতবছর নভেম্বর মাসে জুড়ে দেওয়া হয়েছিল AC থ্রি-টিয়ারের সাথে।

কেন এই ভাড়া যুক্ত করা হয়েছিল? সেই সময় ভারতীয় রেলের (Indian Railways) পক্ষ থেকে বলা হয়েছিল, রেলের অতিরিক্ত খরচ হচ্ছে বিছানা প্রদান করার ক্ষেত্রে। আগে সাধারণত বিছানা সরবরাহ করা হত না ইকোনমি এয়ারকন্ডিশন ক্লাসে (Economy Air-condition Class)। এরপর যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে শুরু হয় বিছানা প্রদান করা। রেল জানিয়েছে, বর্তমানে ভাড়া কমিয়ে দেওয়া হলেও বিছানা সরবরাহ অব্যাহত থাকবে।

এই প্রসঙ্গে বলে রাখা ভালো, এখন এমন ভাবার কোনও কারণ নেই যে ভাড়া কমিয়ে দেওয়া হয়েছে বলে বিছানা দেওয়া বন্ধ হয়ে যাবে। পুরনো ভাড়ার সার্কুলার এর আগে রেল একটি বিজ্ঞাপনের মাধ্যমে প্রত্যাহার করেছে। পুরনো সার্কুলারে ভাড়া এক করে দেওয়া হয়েছিল এসি 3-টায়ার ইকোনমি ক্লাস ও এসি 3-টায়ারের। রেলের নতুন নির্দেশিকা অনুযায়ী, যে সকল যাত্রীরা ইতিমধ্যেই অনলাইন মাধ্যম বা কাউন্টার থেকে অতিরিক্ত টাকা দিয়ে টিকিট বুক করেছেন তাদের সেই অতিরিক্ত টাকা ফেরত দিয়ে দেওয়া হবে।

ac3coach2 1613019271

 

রেল কর্তারা জানালেন, বর্তমানে দেশে সাধারণ এসি 3 কোচ আছে ১১,২৭৭টি । অন্যদিকে ৪৬৩টি এসি 3 ইকোনমি কোচ রয়েছে। সাধারণ এসি 3 কোচের তুলনায় এসি 3 ইকোনমি কোচে যাত্রীদের জন্য আরও ভালও সুবিধা দেওয়া হয় বলেই রেল আধিকারিকদের তরফে জানানো হয়েছে। রেলকর্তাদের কথা অনুযায়ী, টিকিটের মূল্য এক হয়ে গিয়েছিল এসি 3-টিয়ারের দু’টি ভাগের। এর ফলে যাত্রীদের অতিরিক্ত ৬০ থেকে ৭০ টাকা বেশি খরচা করতে হচ্ছিল।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর