ভারতের মানচিত্র নিয়ে বিতর্কিত টুইটের জন‍্য ক্ষমা চাইলেন ফারহান আখতার

বাংলাহান্ট ডেস্ক: নাগরিকত্ব সংশোধনী আইন(CAA) ও জাতীয় নাগরিক পঞ্জী(NRC) নিয়ে দেশ জুড়ে বিক্ষোভ অব‍্যাহত। বিভিন্ন মহলে মানুষ সরব হয়েছে এই আইনের বিরুদ্ধে। এমতাবস্থায় দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ‍্যালয়ে পড়ুয়াদের ওপর পুলিসের লাঠিচার্জের ঘটনা যেন আগুনে ঘৃতাহুতি দেয়। এই প্রসঙ্গে বলিউডের প্রথম সারির অভিনেতারা মুখে কুলুপ আঁটলেও মহেশ ভাট, অনুরাগ কাশ‍্যপ, প্রিয়াঙ্কা চোপড়া, তাপসী পান্নু সহ অনেক তারকাই টুইটে নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন। এই তালিকায় রয়েছেন অভিনেতা ফারহান আখতারও। ১৯ ডিসেম্বর এক প্রতিবাদ কর্মসূচীর ডাক দিয়ে টুইট করেন তিনি। সেখানেই ভারতের ভুল মানচিত্র শেয়ার করার জন‍্য বুধবার বিকেলে পাল্টা টুইটে ক্ষমা চেয়ে নেন অভিনেতা।

images 14 5
বুধবার বিকেলে টুইট করে ফারহান লেখেন, ‘সম্প্রতি প্রতিবাদ কর্মসূচী নিয়ে আমি একটি টুইট করেছি। আমি এখুনি লক্ষ‍্য করলাম টুইটে ভারতের মানচিত্রটি ভুল। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ‍্য অংশ। বিষয়টা আগে লক্ষ‍্য না করার জন‍্য আমি দুঃখিত। ক্ষমাপ্রার্থনা করছি।’

প্রসঙ্গত, জামিয়ার পড়ুয়াদের ওপর পুলিসের লাঠিচার্জের পাল্টা প্রতিবাদ কর্মসূচীর ডাক দিয়ে বুধবার সকালে টুইট করেন ফারহান আখতার। ১৯ ডিসেম্বর মুম্বইয়ের ক্রান্তি ময়দানে সকলকে জমায়েত হওয়ার জন‍্য আহ্বান করেন তিনি। এই টুইটেই ভারতের একটি মানচিত্রও শেয়ার করেন তিনি যেখানে জম্মু ও কাশ্মীরকে ভারতের থেকে পৃথক অংশ হিসাবে দেখানো হয়েছে।

https://twitter.com/FarOutAkhtar/status/1207143874138910720?s=19

বিষয়টা নজরে আসতেই তোলপাড় শুরু হয় সোশ‍্যাল মিডিয়ায়। ফারহানের সমালোচনা শুরু করেন নেটিজেনরা। তবে তড়িঘড়ি পাল্টা টুইট করে ক্ষমাপ্রার্থনা করলেও নেটিজেনদের আক্রমণ থেকে এখনও রক্ষা পাননি ফারহান।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর