লুকিয়ে বিয়েতে কি সাধ মেটে? করোনা কমতেই ঢাক ঢোল বাজিয়ে সাত পাক ঘুরবেন ফারহান-শিবানী

বাংলাহান্ট ডেস্ক: ২০২১ এর শেষে একাধিক বলিউড তারকা গাঁটছড়া বেঁধেছেন। নতুন বছরের বছরের শুরুতেই প্রথম বিয়ে করেন মৌনি রায়। লাইনে রয়েছেন ফারহান আখতার (farhan akhtar) ও শিবানী দান্ডেকরও (shibani dandekar)। তাঁদের আসন্ন বিয়ের খবর আগেই মিলেছিল। সে সময়ে শুধু আইনি বিয়ের তারিখটাই জানা গিয়েছিল। এবার শোনা গেল, ধুমধাম করে সামাজিক বিয়েও করতে চলেছেন তাঁরা।

প্রেমের মাসেই নিজেদের সম্পর্কটাকে আইনি স্বীকৃতি দিতে চলেছেন ফারহান শিবানী। আগামী ২১ ফেব্রুয়ারি পরিবার ও ঘনিষ্ঠ জনেদের নিয়েই ছোট্ট করে রেজিস্ট্রি সারবেন তাঁরা, প্রথমে জানা গিয়েছিল এমনটাই। কিন্তু সাম্প্রতিক পাওয়া খবর বলছে, ফেব্রুয়ারিতে রেজিস্ট্রি সারলেও আগামী এপ্রিল মাসেই বড় করে বিয়ের অনুষ্ঠান করবেন বলিপাড়ার এই জনপ্রিয় জুটি।

farhan gf d
এর আগে মুম্বইতে যেভাবে করোনার গ্রাফ বেড়েই চলেছিল তাতে বড়সড় অনুষ্ঠানের পরিকল্পনা ত‍্যাগ করেছিলেন শিবানী ফারহান। কিন্তু পরিস্থিতি অনেকটাই আয়ত্তে রয়েছে। সদ‍্য গোয়ায় গিয়ে বিয়ে সেরেছেন মৌনিও। তাই এখন ফারহান শিবানীও শুভ কাজটা সেরে ফেলার কথাই ভাবছেন বলে খব‍র সর্বভারতীয় সংবাদ মাধ‍্যম সূত্রে।

ফারহান ও শিবানী বলিউডের ওই জুটিদের তালিকায় পড়েন, যারা কখনোই সম্পর্কটাকে আড়ালে রাখেননি। প্রকাশ‍্যে বা সোশ‍্যাল মিডিয়ায় তাঁদের খুল্লমখুল্লা প্রেম বারংবার চর্চায় উঠে এসেছে। অভিনেতা হলেও বলিউতে পরিচালক হিসাবেই পা রেখেছিলেন ফারহান। ‘দিল চাহতা হ‍্যায়’, ‘ডন’ সিরিজের মতো ছবি পরিচালনা করেছেন তিনি।

‘রক অন’ ছবিতে প্রথম বার অভিনয়ে হাতেখড়ি দেন ফারহান। ভাগ মিলখা ভাগ, দিল ধড়কনে দো, জিন্দেগি না মিলেগি দোবারার মতো ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। অপরদিকে বড়পর্দায় কাজ না করলেও হিন্দি টেলিভিশনে বেশ জনপ্রিয় মুখ শিবানী। আইপিএলের সঞ্চালনাও করতে দেখা গিয়েছে তাঁকে। একটি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন শিবানী।

উল্লেখ‍্য, এটা ফারহানের দ্বিতীয় বিয়ে। এর আগে সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট অধুনা ভবানীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি। দুই মেয়েও রয়েছে তাঁদের, শাক‍্যা ও আকিরা। ২০১৭ সালে তাঁদের বিয়ে ভেঙে যায়। পরের বছরেই শিবানীর সঙ্গে সম্পর্কে জড়ান ফারহান।

Niranjana Nag

সম্পর্কিত খবর