‘হর হর শম্ভু” গেয়ে চক্ষুশূল হয়েছেন মৌলবাদীদের, এবার নিজের স্টুডিওতে মন্দির বানালেন মুসলিম গায়িকা

বাংলাহান্ট ডেস্ক : ফতোয়া জারি করে দমানো যাবে না গায়িকা ফরমানি নাজকে (Farmani Naaz) ।হর হর শম্ভু (Hara Hara Shamvu) গানটি গেয়েছে মিলেছে চরম সুখ্যাতি। তারই সঙ্গে মিলেছে দেওবন্দের এক মওলানার ফতোয়াও। তবে সেই ফতোয়ায় তিনি যে পিছিয়ে আসার পাত্রী নন তা ঠারেঠোরে বুঝিয়ে দিলেন ইন্ডিয়ান আইডল (Indian Idol) খ্যাত গায়িকা ফরমানি নাজ। এবার নিজের স্টুডিও-র সেটআপকে সবায়ের সামনে তুলে ধরলেন তিনি। এবং আশ্চর্যজনক ভাবে সেই স্টুডিওর মধ্যেই একটি মন্দির রয়েছে দেখে দর্শকরাও চমকে ওঠেন।

জনপ্রিয় গায়িকা ইউটিউবার ফরমানি কখনও ভাবেনও নি যে তাঁর বিরুদ্ধে ফতোয়া জারি হতে পারে। তাঁর নিজের ধর্মের মানুষরাই তাঁর বিরুদ্ধে অভিযোগ আনছে যে তিনি নাকি অন্য ধর্মের প্রচার করছেন। তবে তাতে তিনি মোটেও চিন্তিত নন। উল্টে নিজের স্টুডিও সেটআপ ঘুরে ঘুরে দেখালেন সোশ্যাল মিডিয়ায়। ফরমানির স্টুডিও সেটআপ দেখে যে কেউ বুঝতে পারবেন সারাদিনে কতটা পরিশ্রম করেন তিনি। দৃঢ়চেতা ফরমানি নিজের সুরকে নিজের পরিচয় তৈরি করেছেন। ইউটিউব এবং ইন্সটাগ্রামে নিজের গাওয়া গান আপলোড করে বিখ্যাত হয়েছেন তিনি।

জানা যাচ্ছে, ফরমানি তাঁর গানের বেশিরভাগ সুটিং নিজের স্টুডিওতেই করেন। এই স্টুডিওর সেটআপ তৈরি করতে তাঁর খরচ হয়েছে ১ কোটি টাকা। একথা ফরমানি নিজেই একটা সময় স্বীকার করেছেন। নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেন ফরমানি। ভিডিওর টাইটেলে তিনি লেখেন, ‘এক কোটি টাকার স্টুডিও, আমার পরিশ্রম এবং আপনাদের প্রার্থনায় তৈরি এই স্টুডিও আজ দেখাব আপনাদের। ভিডিও তে দেখা যাচ্ছে ফরমানি নিজেই বলছেন, ‘মানুষ আমার স্টুডিওতে এসে ভিডিও বানায়। আজ আমি নিজেই আপনাদের আমার স্টুডিও দেখাবো। এই জায়গাতেই আমরা সব ভিডিও বানাই।’

ভিডিওতে দেখা যাচ্ছে, স্টুডিওর প্রথম ঘরের দেওয়ালে ইউটিউব থেকে পাওয়া বাটন রাখা হয়েছে। দ্বিতীয় ঘরে রয়েছে ফরমানির প্রধান স্টুডিও। সেখানে একটি মন্দিরও তৈরি করেছেন তিনি। সেই মন্দিরের সামনেই নিজের ভাই ফরমানের সঙ্গে সমস্ত গানের ভিডিও বানান বলেই জানান তিনি।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর