বাংলা হান্ট ডেস্ক: জীবনে সফল হতে কে না চান? তবে, এই সফলতা হাসিলের ক্ষেত্রে প্রয়োজন হয় কঠিন লড়াই এবং আত্মবিশ্বাসের। আর এগুলির ওপর ভর করেই সফল মানুষেরা তৈরি করে ফেলেন তাঁদের সফলতার কাহিনি (Success Story)। বর্তমান প্রতিবেদনে আমরা ঠিক সেইরকমই এক ব্যক্তির প্রসঙ্গ উপস্থাপিত করব। যিনি অসম্ভবকে সম্ভব করে কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে বর্তমানে কোটিপতি হয়ে গিয়েছেন। সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল, গরুর দুধ ও গোবর বিক্রি করেই এই নজির তৈরি করেছেন প্রকাশ ইমডে নামের ওই কৃষক।
১ টি গরু নিয়ে ব্যবসা শুরু করেন: জানা গিয়েছে, প্রকাশ ১৯৮৮ সালে দুধ বিক্রির ব্যবসা শুরু করেন। তখন তাঁর কাছে মাত্র একটি গরু ছিল। এদিকে, একটি রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, তাঁর ৪ একর জমিও ছিল। জলের অভাবে তিনি ওই জমিতে চাষাবাদ করতে পারেননি। এই কারণে প্রকাশ গরু পালন করেন এবং গরুর দুধ বিক্রির ব্যবসা শুরু করেন।
ফার্মের গরু-বাছুর বিক্রি হয় না: বর্তমানে প্রকাশের ফার্মে প্রায় ১৫০ টি গরু রয়েছে। যেগুলি ১,০০০ লিটার দুধ দেয়। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল প্রকাশ তাঁর ফার্মের বাছুর বা বয়স হয়ে যাওয়া গরুগুলিকে বিক্রি করেন না। বরং, তাঁদের গোটা পরিবার একসঙ্গে গরুগুলির যত্ন নেন। পরিবারের সদস্যরা তাদের খাওয়ানো থেকে শুরু করে গোয়ালঘর পরিষ্কার করা প্ৰতিটি কাজই করেন।
আরও পড়ুন: এই গ্রামে ছিল না কোনো দুর্গাপুজো! রামকৃষ্ণ সেবাশ্রমের পুজোই সর্বজনীন এখানে, ভিড় জমে কুমারী পূজায়
দুধ আর গোবর বিক্রি করে বাংলো বানিয়েছেন: জানিয়ে রাখি যে, এখন প্রকাশ ১ কোটি টাকার একটি বাংলো তৈরি করেছেন। পাশাপাশি, সেই বাংলোর নাম রেখেছেন “গোধন নিবাস”। স্থানীয় বাসিন্দারা প্রকাশকে ভালোবেসে “বাপু” বলে ডাকেন। এদিকে, বাংলোর ছাদে একটি গরু ও একটি দুধের ক্যানের বড় মূর্তি স্থাপন করা হয়েছে। ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুসারে, প্রকাশ তাঁর দিন শুরু করেন গোমাতার পুজোর মাধ্যমে। তাঁর প্রথম গরু “লক্ষ্মী”-র ছবিও পুজোর কক্ষে রাখা আছে। ২০০৬ সালে লক্ষ্মীর মৃত্যু হয়।
আরও পড়ুন: ১ কিমি যেতে কত ইউনিট বিদ্যুতের প্রয়োজন হয় ট্রেনের? জানলে হয়ে যাবেন “থ”
তৈরি করেছেন কর্মসংস্থানের সুযোগ: মূলত, ১৫০ টি গরুর জন্য দৈনিক ৪ থেকে ৫ টন পশুখাদ্যের প্রয়োজন হয়। ফার্মে যতটা সম্ভব পশুখাদ্য চাষ করে বাকিটা কেনা হয়। এদিকে, প্রকাশ নতুন প্রযুক্তির ব্যবহার করেছেন। যার কারণে তার ফার্মের গরুগুলি আগের চেয়ে বেশি দুধ দেয়। শুধু তাই নয়, যে গরুগুলি আগে ২৫ লিটার দুধ দিত, এখন তারা ৪০ লিটার পর্যন্ত দুধ দেয়।
এত গরু থাকা সত্ত্বেও ফার্মে সাপ কিংবা পোকা-মাকড় দেখা যায় না। এগুলিকে দূরে রাখতে প্রকাশ সেখানে তিনটি হাঁস রেখেছেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল প্রকাশ হলেন একজন সফল উদ্যোক্তা। এখন তিনি কর্মসংস্থানের ব্যবস্থাও করেন। পাশাপাশি, আশেপাশের গ্রাম ও অন্যান্য রাজ্যের লোকজনও তাঁর ফার্ম দেখতে আসেন।