বাংলাহান্ট ডেস্কঃ দেশজুড়ে বাড়তে থাকা করোনা আতঙ্কের মাঝেই মধ্যপ্রদেশ (Madhya Pradesh) থেকে প্রকাশ্যে এল আরও এক মর্মান্তিক ঘটনা। পুলিশের জোরজুলুমের একটি ভিডিও প্রকাশ পেতেই ধিক্কার জানিয়েছে সকলেই। এমনকি নিন্দায় সরব হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথও (Kamal Nath)।
জমি বিভ্রাট
মডেল সায়েন্স কলেজ নির্মানের জন্য মধ্যপ্রদেশ সরকার প্রায় ২ বছর আগে ২০ বিঘা জমি ক্রয় করে তা খালি করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সরকারী নির্দেশ থাকা সত্ত্বেও দেনার দায়ে ডুবে থাকা গরীব চাষী রামকুমার সেই ২০ বিঘা জমির এক পাশে চাষাবাদ করতে থাকে। কিন্তু এই কাজ ছিল পুলিশের চোখে আইন বিরুদ্ধ।
আত্মঘাতী হয় কৃষক পরিবার
খবর পেয়ে গত ১৪ ই জুলাই সেখান থেকে তাঁদের উচ্ছেদ করতে যায় মধ্যপ্রদেশ পুলিশ। গবীর চাষী সেই ফসল ফলানো জমি ছাড়তে না চাইলে, প্রথমে তাঁর সমস্ত ফসল নষ্ট করে দেওয়া হয়। তখন চাষী বউ বলে ওঠে, ‘এ জমি কার তা আমরা জানি না। তবে এ ফসল নষ্ট হয়ে গেলে, আমাদের মরা ছাড়া আর কোন গতি থাকবে না। আমাদের মাথার উপর ৩ লক্ষ টাকার ঋণ রয়েছে। এ ঋণ কি সরকার মেটাবে?’ এই বলে তারা প্রশাসনের সামনেই কৃষক সম্পতি এবং তাঁদের বাচা কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়।
Guna collector gave a clean chit to police – Our team had to act only after the couple consumed pesticide and had to be rushed to hospital, Had the team not acted, the couple could have died and more such cases could have taken place. @ndtv @ndtvindia#Guna @GargiRawat pic.twitter.com/8v0R1d0H2T
— Anurag Dwary (@Anurag_Dwary) July 15, 2020
আত্মঘাতী দম্পতির উপর অত্যাচার চালায় পুলিশ
এই অবস্থায় আশেপাশের লোকজন তাঁদের হাসপাতালে নিয়ে যেতে চাইলে, তারা যেতে নারাজ হয়। পুলিশ জানায়, ‘তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আমরা বল প্রয়োগ করি। কিন্তু তারা নারাজ থাকে’। পুলিশের বয়ানের সঙ্গে ভিডিও ফুটেজের অমিল দেখা যায়। ভিডিও মারফত দেখা যায়, তাঁদের সাহায্য করার বদলে পুলিশ তাঁদের টেনে হিঁচড়ে আলাদা করার চেষ্টা করছে। সেইসঙ্গে তাঁদের উপর লাঠিও চালাচ্ছে। তবে বর্তমানে তাঁদের পরিস্থিতি কিছুটা হলেও স্থিতিশীল রয়েছে।
নিন্দার ঝড় উঠেছে
এই ঘটনার পরিপ্রক্ষিতে নিন্দার ঝড় উঠেছে সব মহলেই। প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ জানিয়েছেন, ‘জমি সম্পর্কিত বিষয় আইনি ভাবে মিটিয়ে নেওয়া যেত। কিন্তু তাঁর জন্য কৃষক দম্পতি এবং তাঁর শিশুর উপর অত্যাচার একেবারেই ন্যায়সঙ্গত নয়। এই ঘটনার দোষীদের শাস্তু দেওয়া হবে’।