প্রথমবারেই বাজিমাত! UPSC পরীক্ষায় নাম উঠল সাত নম্বরে, বেনজির কীর্তি কৃষক কন্যার

বাংলাহান্ট ডেস্ক : পরিশ্রম আর অধ্যবসায় মানুষ অনেক কঠিন পরিস্থিতি জয় করতে পারে। নিজের স্বপ্ন সার্থক করার জন্য তাই দরকার একাগ্রতা। সম্প্রতি এক কৃষকের মেয়ে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) জিও-সায়েন্টিস্ট পরীক্ষায় দারুন ফল করে নতুন মাইলফলক স্পর্শ করেছেন। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) জিও-সায়েন্টিস্ট পরীক্ষা ২০২৩-এ দারুন ফল করে সবাইকে চমকে দিলেন এক কৃষকের মেয়ে।

কৃষক অনিল অবস্থির মেয়ে রাধা অবস্থি এই পরীক্ষায় প্রথম চেষ্টাতেই অধিকার করেছেন সপ্তম স্থান। কোতোয়ালি এলাকার একটি ছোট গ্রাম পাচনেহির বাসিন্দা কৃষক অনিল অবস্থি স্বাভাবিক ভাবেই খুশি মেয়ের এই সাফল্যে। তিনি জানিয়েছেন, এক ছেলে এবং তিন মেয়ে রয়েছে তার। ২০০১ সালে তিনি তার গ্রাম ছেড়ে চলে যান লখনউ।

আরোও পড়ুন : এক চার্জে স্মার্টফোন চলবে ৫০ বছর! আশ্চর্য ব্যাটারি আবিষ্কার করে বিশ্বকে তাক লাগাল চীন

ছেলেমেয়েদের পড়াশুনার কথা ভেবে এই কৃষক লখনউ আসেন। অনিল নিজে আইন নিয়ে পড়েছেন। তার স্ত্রীও এমএ পাশ। অনিল জানিয়েছেন, ছেলে গুজরাতে ক্লাস ১ ইঞ্জিনিয়র, বড় মেয়ে একটি ইন্টার কলেজের লেকচারার, মেজ মেয়ে ব্যাঙ্ক ম্যানেজার এবং ছোট মেয়ে রাধা নির্বাচিত হয়েছেন ইউপিএসসিতে।

আরোও পড়ুন: আসছে লিঙ্ক, করতে হবে KYC! SMS’এ নম্বর যাচ্ছে সবার কাছে, আপনার কাছেও এল কী ?

এই কৃষক জানান, প্রথম থেকেই তিনি ও তার স্ত্রী ছেলে-মেয়েদের পড়াশোনার জন্য লড়াই করে গেছেন। কেন্দ্রীয় বিদ্যালয় সাগর থেকে এমটেক করেছেন রাধা। দিন-রাত পরিশ্রমের ফলেই প্রথমবারের চেষ্টাতেই রাধা উত্তীর্ণ হয়েছেন UPSC জিও-সায়েন্টিস্ট পরীক্ষায়।

65a529789b6da radha awasthi 154751374 16x9

নিজের সাফল্যের পর রাধা অবস্থি বলেছেন, “এমন কোনো কাজ নেই যা মেয়েরা পারে না। চাই শুধু পরিশ্রম। সবাইকে বলছি, সাধারণ জ্ঞানের বিষয়গুলি নোট করে শুধু মুখস্থ করলে হবে না, সেগুলোকে বুঝতে হবে। বিষয়বস্তুর ব্যাপারে আরো জানতে হবে। তবেই সাফল্য আসবে পরীক্ষায়।”

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর